বিরোধীরা অভিযোগ তুলেছে, পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের যে টাকা দেওয়া হয়েছে সেটা মিড–ডে মিলে🐲র তহবিল থেকে। যে তহবিলে কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করে। আর বাকিটা দেয় রাজ্য সরকার। এখন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও এই অভিযোগ নস্যাৎ করেছে নির্বাচন কমিশন। কিন্তু তারপরও এই ঘটনায় রাজ্যকে চিঠি দিল কেন্দ্রের শিক্ষামন্ত্রক। সেখানে অভিযোগের তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে কেন্🏅দ্রীয় সরকারকে। এই চিঠি এবং অভিযোগের কথা সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তবে কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
এদিকে কিছুদিন আগে কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে এসে মিড–ডে মিলের তহবিল এবং ব্যবস্থাপনা খতিয়ে দেকেছিলেন। তখন তাঁরা কোনও দুর্নীতির অভিযোগ তুলতে পারেননি। অথচ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানান, মিড–ডে মিল প্রকল্পের টাকা অন্য খাতে ব্যয়ের অভিযোগ উঠেছে। ভোটকর্মীদের টাকা কোন তহবিল থেকে? প্রশ্ন 🌳তুলেছেন তিনি। পশ্চিম বর্ধমান থেকে এমন অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ার পরই আসরে নামে শিক্ষামন্ত্রক। তারপরই কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের অধীনে থাকা পিএম পোষণ প্রকল্পের 🌃পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে। এই বিষয়ে তদন্ত করে রিপোর্ট না দিলে আবার রাজ্যে কেন্দ্রীয় দল পাঠাতে পারে শিক্ষা মন্ত্রক।
অন্যদিকে আগামীকাল 💦শনিবার গ্রামবাংলা জুড়ে হবে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই ভোটকর্মীরা সংশ্লিষ্ট জেলায় পৌঁছে গিয়েছে। রাত পোহালেই শুরু হয়ে যাবে ভোটদান পর্ব। সেখানে এমন অভিযোগ এবং তার প্রেক্ষিতে রিপোর্ট তলবের চিঠি আলোড়ন ফেলে দিয়েছে। এই অভিযোগ উঠলেও সেটা꧂কে নাকি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তেমনই দাবি করেছেন। সুভাষ সরকারের অভিযোগ, স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন মিড–ডে মিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে মিসলেনিয়াস কাজের অ্যাকাউন্ট হিসেবে উল্লেখ করেছে।
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের জেরে বাস অমিল,🐼 ভোগ🎃ান্তি এড়াতে কোপ পড়ুয়াদের পঠনপাঠনে
আর কী অভিযোগ উঠেছে? স্ক্রিনশট অনুযায়ী, (যাচাই 🎀করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল) ১৫৪০ টাকা পাঠানো হয়েছে মিড–ডে মিলের অ্যাকাউন্ট থেকে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘কোনও প্রযুক্তিগত ত্রুটির জেরেই এমনটা হয়েছে।’ কিন্তু যৌথ মঞ্চের সরকারি কর্মীরা জানান, এই টাকা শিশুদের খাবারের জন্য বরাদ্দ করা হয়। এই ভাতা ফিরিয়ে নেওয়া হোক। মিড ডে মিলের টাকার অপব্যবহার নিয়ে আগেও বিস্তর অভিযোগ তুলেছিল বিরোধীর💫া।