পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই। আজ, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর এই দিনে যখন বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছেন তখন সৌজন্যের নজির দেখালেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। মনোনয়নের শেষ দিনে এমনই সৌজন্যের নজির সৃষ্টি করল জামুড়িয়া। আজ, বৃহস্পতিবার জামুಞড়িয়া বিডিও অফিসের সামনে বিজেপি প্রার্থীদের মনোনয়ন করতে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কিন্তু তখন তাঁকে দেখেই তৃণমূল কংগ্রেস কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। তাতে বেশ বিপাকে পড়ে যান অগ্নিমিত্রা। কারণ অগ্নিমিত্রা পা𓄧লকে বহিরাগত বলে স্লোগান দিতে থাকেন তাঁরা। এই পরিস্থিতিতে নিয়ম মেনে অগ্নিমিত্রা তাঁর লোকজনকে নিয়ে দূরে চলে যান।
তারপর ঠিক কী হল? এই ঘটনা যখন ঘটছে তখন মনোনয়নপত্র জমা দেবেন কেমন করে তা নিয়ে চিন্তায় পড়ে যান অগ্নিমাত্রা। তখনই সেখানে ত্রাতার ভূমিকায় দলবল নিয়ে হাজির হন জামুড়িয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হরে রাম সিং। আর দেখা করেন অগ্নিমিত্রা পালের সঙ্গে। তীব্র দাবদাহে তাঁর হাতে জলের বোতল দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। আজ জামুরিয়া বিডিও অফিসে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা করার জন্য সেখানে পৌঁছন আসানসোল দক্ষিণ বিধানসভা বিধায়ক অগ্নিমিত্রা পাল। তখনই পরিস্থিত🎶ি বিগড়ে যায়। যা অনুকূলে নিয়ে এসে সৌজন্য দেখান তৃণমূল বিধায়ক। এমনকী সবার মনোনয়নপত্র যাতে জমা পড়ে তার ব্যবস্থা করে দেন।
কেন এমন করলেন তৃণমূল বিধায়ক? এই ঘটনার পর একে অন্যকে নমস্কার জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক হরে রাম সিং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে সম্মান জানিয়ে বলেন কোনও অসুবিধা হলে জা𒁏নাতে। এরপর তৃণমূল কংগ্রেস বিধায়ক সংবাদমাধ্য▨মকে বলেন, ‘কেউ বহিরাগত⛄ নয়। অগ্নিমিত্রা বহিরাগত হলে হরে রাম সিংও বহিরাগত। সব আসনে প্রার্থী দিন। লড়াই হবে মাঠে ময়দানে। সৌহার্দ্যে লড়াই নয়।’ এই কথা শুনে আশ্বস্ত হন বিজেপি বিধায়ক।
পাল্টা কী বললেন অগ্নিমিত্রা? তৃণমূল কংগ্রেস বিধায়কের এমন ব্যবহার দেখে খুশি অগ্নিমিত্রা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর অগ্নিমিত্রা পাল তৃণমূল কংগ্রেস বিধায়ককে স্বাগত জানান। তিনি বলেন, ‘এটাই তো দরকার। রাজনীতি রাজনীতির জায়গায়। সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে এগিয়ে আসার জন্য।’ এরপর দু’জনেই একগাল হাসি দেন। আর তখন অবাক নয়নে তাকিয়ে থাকে প্রশাসন। জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং অগ্নিমিত্রা পালের সাথে কথা বলে জানান, একজন ব💃িধায়ক আসতেই পারেন।