পঞ্চায়েত নির্বাচনের প্রচার নিয়ে দিনভর ♍উত্তেজনার পর রাতেও রানিনগর রইল রানিনগরেই। শান্তি বৈঠকেও হল সংঘর্ষ। তাতে মাথা ফাটল ৪ তৃণমূল কর্মীর।
মনোনয়ন পেশের শেষ দিন থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদের রানিনগর। তৃণমূল – কংগ্রেস সংঘর্ষে পড়ছে মুহুর্মুহু বোমা। ভাঙচুর হয়েছে একাধিক বাড়ি। লুঠপাট হয়েছে গেরস্থালি। উদ্ধার হয়েছে বোমা। এরই মধ্যে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন করতে শনিবার রাতে আদিলাবাদে বৈঠকে বসে সমস্ত রাজনৈতিক দল। সেখানেও বাদানুবাদ শুরু হলে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এর পর কংগ্রেস ও সিপিএম কর্মী - সমর্থকরা তৃণমূলꦬ কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করেন। যার য🐬েরে ৪ জন তৃণমূল কর্মীর মাথা ফাটে। এর পর ফের এলাকায় শুরু হয় বোমাবাজি। গভীর রাত পর্যন্ত এলাকায় মুড়ি মুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ।
রাজ𝓡নৈতিক বিশেষজ্ঞদের মতে, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় কংগ্রেসের পুনরুত্থান হয়েছে। যার ফলে সেখানে শাসকের ওপর ক্ষোভ আছড়ে পড়ছে। এর জেরে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা।
আক্রান্ত এক তৃণমূলকর্মী বলেন, আমরা প্রচার করছিলাম।ꦬ তখন আমাদের ওপর বাম ও কংগ্রেস কর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ব্যাপক মারধর করেছে।
বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘গ্রামে গ্রামান্তরে প্রতিরোধ হচ্ছে। যারা মনোনয়ন দিতে বাধা দিয়েছিল তারা এখন প্রচারে বাধা দিচ্ছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। শ🐟াসকের গুন্ডাদের জেলে 🌌ভরে রাখুন। নির্বাচন শান্তিপূর্ণ হবে।’