তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা পরিষদের ৬ নম্বর আসনের প্রার্থী দীনেশ মজুমদারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেছে বিজেপি। মাজারে চাদর পেতে বেরিয়ে দীনেশবাবুর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এটাও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের দিনেই পাহাড় সফরে রাজ্যপাল, আজ বৈঠক রাজীবের সঙ্গে
বিজেপির জলপাইগুড়ি পশ্চিম মণ্ডল সভাপতি কমলেশ সিংহ রায়ের অভিযোগ, জলপাইগুড়ি জেলা পরিষদের ৬ নম্বর আসন🐓ের প্রার্থী দীনেশ মজুমদার ১৫/২০৮ নম্বর বুথের ভোটারদের নির্বাচনী নিয়ম ভেঙ্গে টাকা বিলি করেছেন। যাতে নির্বাচনী নিয়মভঙ্গ হয়েছে। এর ফলে দীনেশবাবুর প্রার্থীপদ খারিজের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, ‘টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্ট🃏া করেছে।আমরা এবিষয়ে ধূপগুড়ি বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি। আমরা এও জানি কমিশন কোনো ব্যবস্থা নেবে না। তবুও বলা, মানুষ বিজেপির পক্ষে, তৃণমূলকে ভোট দেবে না’।
যদিও এবিষয়ে তৃণমূল জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, ‘সোনাখালি মাজার শরিফ এ চাদর পাতার হিসাবে মৌলবি সাহেবকে দক্ষিণা দিয়েছেন দীনেশবাবু। প্রার্থনার পর বাইরে এসে প্রথা মেনে গরিবকে দান করেছেন। সেটা ৫০, ১০০ টাকা। ভোটা෴রদের প্রভাবিত করা বা টাকা দেওয়ার অনেক রকম ভাবে করা যেত। প্রকাশ্যে এইভাবে টাকা দেয় না।আসলে বিজেপির কাজ নেই। আইটি সেল কে বসিয়ে রেখে তৃণমূলের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে’।
উল্লেখ্য, শনিবার সকালে 🔜ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার সোনাখালি মাজারে যান ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীনেশ মজুমদার। সেখানে চাদর পাতার পর একাধিক মানুষের হাতে টাকা দেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়। এই ভিডিও ভাইরাল হতেই আসরে নামে বিজেপি।লিখিত অভিযোগ দায়ের করা হয় বিডিও ধূপগুড়ির কাছে।