পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের পরদিনও অশান্তি জারি রইল উত্তর দিনাজপুরে। তৃণমূলের বিরুদ্ধে ভোটে সন্ত্রাস ও কারচুপির অভিযোগ তুলে পথ অবরোধ করল স্থানীয়রা। পুড়ল একের পর এক গাড়ি। রবিবার সকালে উত্তর দ𒊎িনাজপুরের চাকুলিয়ায়।
শনিবার ভোটগ্রহণ চলাকালীন চাকুলিয়ায় দুষ্কৃতীদের গুলিতে আহত এক ব্যক্তির মৃত্যু হয় বিহারের কিশানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এর পর থেকেই উত্তেজনা ছড়াচ্ছꦿিল এলাকায়। রবিবার সকালে তা চরম আকার নেয়। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ভোট বাতিল ও নতুন করে ভোটগ্রহণের দাবিতে রামপুর – চাকুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা। এর পর একের পর একের গাড়িতে ভাঙচুর শুরু করেন স্থানীয়রা। আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে।
স্থানীয়দের অভিযোগ, শনিবার ভোটগ্রহণ চলাকালীন ওই এলাকায় ব্যাপক সন্ত্রাস চালায় তৃণমূল। প্রায় এক ডজন বোমা ছোড়ে তারা। আতঙ্কে ভোট দিতে পারেননি স্থানীয়রা। অভিযোগ, পুলিশে খবর দিলেও তাদের তরফে কোনও তৎপরতা দেখানো হয়নি। ফলে দিনভর অবাধে এলꦫাকায় দাপিয়ে বেড়িয়েছে তৃণমূলি দুষ্কৃতীরা। এ♌মনকী ভোটারদেরও লাঞ্ছিত করে তারা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।