একেবারে হাইভোল্টেজ ভোটের রেজাল্ট কাল। রাত পোহালেই পঞ্চায়েত ভোটের ফলাফল। বিরোধীরা আদৌ কোথাও সুবিধা পারল কি না সেটাই দেখতে চাইছেন বঙ্গবাসী। শাসকদলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, এক🧔ের পর এক খুনের রক্তে হাত রাঙিয়েছে শাসকদল, এমনটাই অভিযোগ বিরোধীদের। কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কি ব্যালট বাক্সে হল?
এবার সামগ🍃্রিক চিত্রটা একবার দেখে নেওয়া যাক। শনিবার বাংলার পঞ্চায়েত ভোট হয়েছিল। প্রবল হিংসা।বোমা, গুলি, বাঁশ, লাঠির লড়াই বাদ থাকেনি কিছুই। এরপর সোমবার ১৯টি জেলার ৬৯৬টি বুথে ফের ভোট হয়েছে। তবে এদিনের ভোটেও বিক্ষিপ্তভাবে হিংসা হয়েছে বলে অভিযোগ।
কাল মঙ্গলে গণনা। তার আগে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় স্ট্রং রুমে রয়েছে ব্যালট বাক্স। কাল সিসি ক্যামেরার নজরদারিতে হবে ভোট গণনা। শেষ পর্যন্ত ভোটের ট্রেন্ড কোন দিকে যায় সেটাই দেখার। এদিকে রাজনৈতিক পর্যবꦐেক্ষকদের মতে, এবারও মাটি কামড়ে লড়াই করেছে বিরোধীরা। কিন্তু তারপরেও বিরোধীরা কতটা সুবিধা পাবে সেটাই দেখার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,
১) তৃণমূলস্তরে সংগঠন গোছাতে পারেনি বিরোধীরা। এর জেরে ভোটের দিন ঠꦅিকঠাক ম্যানেজ করতে পারেননি বিরোধীরা।
২) তৃণমূলস্তরে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প অনেকটাই সুবিধা দ꧃িয়ꩲেছে তৃণমূলকে।
৩) অন্যদিকে ব্যাপক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসকদলের। কিন্তু পঞ্চায়েত ভোটে গ্রামীণ এলাকায়🗹 তার প্রভাব কতটা পಌড়বে সেটাই দেখার।
৪) বহু🌱 জায়গায় সন্ত্রাস, ভোট লুঠ, খুন হয়েছে। তার জেরে আতঙ্কে অনেকেই ভোট দিতে আসতে পারেনি। অবাধে ছাপ্পা ভোটও হয়েছে। তার প্রভাবও পড়তে পারে ব্যালটে।
৫) পঞ্চায়💞েত ভোট অনেক ক্ষেত্রে স্থানীয় সমস্যার উপর নির্ভর করে। তবে নীচুতলায় উন্নয়ন যে হয়নি এমনটা নয়। তার সুফল ঝুলিয়ে ভরতে পারে শাসকদল।
৬) তবে দলের অন্দরের🌱 দ্বন্দ্ব, নির্দল প্রার্থীদের দাপটে কতটা সুবিধা করꦚতে পারবে তৃণমূল সেটাও দেখার।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ফলাফল বের হবে।
কাল পঞ্চায়েত ভোটের ফলাফল জানার জন্য় নির্ব🐲াচন কমিশনের এই সাইটে যেতে পারেন আপনি।
হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইটে গেলে আপনি সরাসরি ভোটের ফলাফল জানতে পারবেন। একেবারে হাতে গরম ভোটের ফলাফল, ভোটের ট্রেন্ড কোনদিকে সেটাও জানতে পারবেন আপনি। //pbv88casino.cc/
আমাদের টুইটার পেজে গেলেও আপনি ভোটেরꦜ ফলাফল জানতে পারব💛েন।
এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজ - নজর রাখুন।