কাঁটায় কাঁটায় টক্কর হতে পারে বলে আভস মিলেছে বুথ ফেরত সমীক্ষাগুলির থেকে। তবে সেই কথা মানতে নারাজ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর স্পষ্ট বক্তব্য, কোথাও কোনও বাধা নেই, কোথাও কোনও কাঁটা নেই। মধ্যপ্রদেশে নাকি ফের অনায়াসে বিজেপি পদ্ম ফোটাবে। শিবরাজ বলেন, 'কোনও কাঁটায় কাঁটায় টক্কর নেই। আমার বোনেরা সব কাঁটা বের করে দিয়েছেন।' শিবরাজের কথায়, 'আমি সব আগেই বলেছি যে মধ্যপ্রদেশে আমাদের কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। আমরা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের জনগণের প্রতি অনেক ভালোবাসা এবং স্নেহ বর্ষণ করেছেন। তাঁর উপযুক্ত নির্দেশনা, অমিত শাহের কৌশল, জেপি নাড্ডার নেতৃত্ব, আমাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং পরিকল্পনা আমাদের সরকারকে প্রাপ্য জয় এনে দেবে।' (আরও পড়ুন: লকার থেকে FD, আধার থেকে গৃহঋণ, জানুন ডিসেম্বরে🅰র ৯টি পরিবর্তনꩲের বিশদ)
আরও পড়ুন: ৫ রাজ্যে ভোট মিটতেই বাড়ল LPG-র দাম, তবে এই শহরে ঘরোয়া সিলিন্ডার মিলছ♛ে ৬৫০-র কমে
উল্লেখ্য, মধ্যপ্রদেশে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩০। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ১১৬। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য কোনও দলকে ন্যূনতম ১১৬টি আসনে জিততে হবে। এই আবহে রিপাবলিক-ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ১১৮-১৩০টি আসন জিততে পারে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৯৭-১০৭টি আসন। আর অন্যান্যদের ঝুলিতে সর্বোচ্চ দুটি আসন যেতে পারে। জন কি বাতের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, মধ্যপ্রদেশে ১১০-১২৩টি আসন জিততে পারে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১০২-১২৫টি আসন। অন্যান্যরা পাঁচটি আসনে জিততে পারে। (আরও পড়ুন: ডিসেম্বরের শুরুতেই যাত্রী দুর্ভোগ, হাওড়া ও শিয়ালদা শাখায় বাতিল একাধಞিক ট্রেন)
আরও পড়ুন: ডিসেম্বরে ১৮ দিন ছুটি ব্যাঙ্ক❀ে, ধর্মঘটের জেরে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?
আরও পড়ুন: ন💞য়া বছর𒁏ে গাড়ি কিনতে চান? মারুতি সুজুকির পর আরও এক ভারতীয় সংস্থা বাড়াবে দাম
এদিকে নিউজ২৪-টুডেস চাণক্যের সমীক্ষা অনুযায়ী, মধ্যপ্রদেশে গেরুয়া ঝড় উঠবে। ১৫১টি আসন জিততে পারে শাসক দল বিজেপি। অনেকটা পিছিয়ে থাকবে কংগ্রেস। ৭৮টি আসন যেতে পারে কংগ্রেসের🥀 ঝুলিতে। পাঁচটি আসন জিততে পারে অন্যান্যরা🎐। অপরদিকে টিভি৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাট সমীক্ষা: মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে আরও একটি এক্সিট পোলে। ওই এক্সিট পোল অনুযায়ী, ১০৬-১১৬টি আসনে জিততে পারে বিজেপি। কংগ্রেস জিততে পারে ১১১-১২১টি আসনে। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে সর্বোচ্চ ছ'টি আসন।