ছত্তিশগড় এক্সিট পোলে ফলাফল ২০২৩। এদিকে এক্সিট পোলের হিসাব বলছে ছত্তিশগড়ে কংগ্রেস ফের ফিরে আসতে পারে। আর সেখানে বিজেপিকে আবার কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। এবার একাধিক বুথফেরত সমীক্ষা অনুসারে এটাই বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে 🔥কংগ্রেস শিবিরে খুশির হাওয়া।
এবারও কংগ্রেস ও বিজেপির মধ্য়ে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এই এক্সিট পোলের হিসাব যে একেবারে মিলে যাবে এমনটা নয়। আগামী ৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে। তারপরই এনিয়ে আসল বিষয়টি জানা যাবে। তবে তার আগে একবার এ𒉰ক্সিট পোলের ফলাফলটা জানা যাক।
রিপাবলিক ইন্ডিয়া- ম্যাট্রিস এক্সিট পোলের হিসাবে অনুসারে ভোটের শতাংশের দিকে খেয়াল রাখলে বিজেপি ৪০.২ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস ৪৪.২ শতাংশ পেতে পারে। অন্য়🍌ান্যরা ১৫.৬ শতাংশ ভোট পেতে পারে।
রিপাবলিক ইন্ডিয়া- ম্যাট্রিক্সের এক্সিট পোলের হিসাব বলছে, ছত্তিশগড়ে এবার কংগ্রেসই সরকার গড়তে চলেছে। ৯০টি বিধানসভা আসনের মধ্য়ে বিজেপি পেতে পারে ৩৪-৪২টি আসন আর কংগ্রেস পেꩲতে পারে ৪৪-৫২টি আসন।
এদিকে আজতক-অ্যাকসেস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষার হিসা🌞ব বলছে, কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ফের ছত্তিশগড়ের মসনদে বসতে পারেন। ফের ক্ষমতায় ফিরতে পারে বাঘেলের নেতৃত্বে কংগ্রেস সরকার। তবে সমীক্ষায় যে ছবি উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে, সব মিলিয়ে ৩১ শতাংশ মানুষ ভূপেশ বাঘেলকে মুখ্য়মন্ত্রী হিসাবে দেখতে চান। অন্য়দিকে ২১ শতাংশ মানুষ রমন সিংকে মুখ্য়মন্ত্রী হিসাবে দেখতে🐬 চান।
ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা বলছে বিজেপি ৩০-🗹৪০ টি আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস ৪৬-৫৬টি আসন কংগ্রেস পেতে পারে। এই ফলাফল মিলে গেলে কংগ্রেসের মুখে চওড়া হাসি ফুটতে পারে ছত্তিশগড়ে।