নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল হরিয়ানা বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, নির্বাচনী প্রচারে ভিডিয়োতে একটি শিশুকে ব্যবহার করেছে বিজেপি, যা নির্বাচনী বিধির বিরোধী। তার ভিত্তিতে হরিয়ানা বিজেপির কাছে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার মধ্যে এ বি♋ষয়ে জবাব দিতে বলা হয়েছে হরিয়ানা বিজেপির সভাপতি মোহনলাল বাদোলিকে।
আরও পড়ুন: পুজো🍸র আগেই ৩ দফায় জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট, 🦹হরিয়ানায় কবে? গণনা ৪ অক্টোবর
গত লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন𓄧 স্পষ্ট করে দিয়েছিল, যে কোনওভাবে নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না। তাছাড়া নির্বাচনী কাজেও শিশুদের ব্যবহার করা যাবে না। অর্থাৎ শিশুদের নিয়ে প্রচার থেকে শুরু করে ব্যানার, হোডিং, স্লোগান, মিছিল বা প্রচারের জন্য ভিডিয়ো কোনওকিছুই করা যাবে না। এছাড়াও নির্বাচনী প্রচারে শিশুদের কোলে নিয়ে বা গাড়িতে নিয়ে প্রচার করা যাবে না বলে জানিয়েছিꩵল নির্বাচন কমিশন। এর পাশাপাশি সমাবেশে কোনও শিশুকে রাখা যাবে না। নির্বাচনী প্রচারের জন্য কবিতা, গান বা স্লোগান শিশুদের মাধ্যমে ব্যবহার করা যাবে না। তবে কোনও রাজনৈতিক নেতার কাছে কোনও সমাবেশে যদি শিশু বাবা মায়ের সঙ্গে উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে ছাড় মিলবে। অন্য কোনওভাবে শিশুদের ব্যবহার করা যাবে না।
স্পষ্টভাবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, প্রচারের সময় প্রতিটি রাজনৈতিক দলকে শিশুশ্রম প্রতিরোধ আইন ১৯৮৬ কঠোরভাবে মেনে চলতে হবে। কিন্তু, অভিযোগ উঠেছে হরিয়ানা বিজেপি ভোট প্রচারের জন্য এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োয় শিশুর মুখ দেখা গিয়েছে। এ নিয়ে নির্বাচ✨ন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে বিরোধীরা। তারপরেই বিজেপিকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। উল্লেখ্য, আগামী ১ অক্টোবর রাজ্যে ব🐽িধানসভা ভোটের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। তবে কিছুদিন আগে ভোট পিছানোর আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তাদের বক্তব্য ছিল, ভোটের সময় বেশ কয়েকদিন ছুটি থাকায় প্রচুর লোক রাজ্যের বাইরে ঘুরতে চলে যেতে পারেন। তারফলে ভোটের হার ১৫ থেকে ২০ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই যুক্তি থেকেই ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল রাজ্য বিজেপি। এবার নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ উঠল হরিয়ানা বিজেপির বিরুদ্ধে।