উৎপল পরাশর, প্রিয়াঙ্কা দেববর্মন ও অ্যালিস ইয়োসু
রাত পোহালেই তিন রাজ্য়ের ভোটের ফলাফল। নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরা। সবার চোখ এখন ওই বন্ধ ইভিএমের দিকে। ওর মধ🐼্যেই রয়েছে ভাগ্য়ের চাবিকাঠি। বৃহস্পতিবারের গণনার জন্য় যাবতীয় ব্য়বস্থা রাখা হয়েছে।♛
এক্সিট পোলের হিসেব বলছে ত্রিপুরা ও নাগাল্যান্ডে ফের ক্ষমতায় ফিরতে পারে বিজেপি ও তার সহযোগীর জোট। তবে মেঘালয়ে এনপিপির এককভাবে অনেকটাই এগিয়ে যেতে পারে। তবে এখানে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা রয়েছে।&﷽nbsp;
অসমের মুখ্যমন্ত্রী টুইট করে মঙ্গলবার জানিয়েছেন, তিন রাজ্যেই আমাদের সরকার গঠন হবে। আগেও এইℱ রাজ্যগুলিতে এনডিএ সরকার তৈরি হয়েছিল। এব💮ারও তাই হবে।
এদিকে তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার রাতে গুয়াহাটির একটি হোটেলে অসম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী মিটি🐲ংয়ে বসেছিলেন। এরপরই নানা জল্পনা ছড়িয়েছে। মনে করা হচ্ছে ফের মেঘালয়ে সহযোগী শক্তির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার উদ্যোগ নেবে বিজেপি।
তিন রাজ্যেই ৬০টি করে আসন রয়েছে। তবে মেঘালয়ে ও নাগাল্যান্ডে ৫৯টি আসনে ভোট হয়েছিল। নাগাল্যান্ডের একটি আসনে বিনা লড়াইতে জয়ী হয়েছেন এܫক বিজ♛েপি প্রার্থী। অন্যদিকে মেঘালয়ের একটি আসনে এক প্রার্থীর মৃত্যু হয়েছিল। তারপর সেখানে ভোট স্থগিত হয়ে যায়।
ত্রিপুরায় ভোট হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। সেখানে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছিল। কড়ཧা নিরাপত্তায় ভোট গণনা হবে ত্রিপুরায়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকবে গণনা কেন্দ্রের বাইরে। সিসি ক্যামেরার নজরদারিও চলবে। এবার ত্রিপুরায় বিজেপি ও আইপিএফটি জোট লড়াই করেছিল।তবে তিপ্রা মোথা কতটা ভোটবাজারে প্রভাব ফেলতে পারে তা নিয়েও নানা চর্চা চলছে।
মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, আমরা জয়ꦑের ব্যাপারে আশাবাদী। আমরা উন্নত ত্রিপুরা উপহার দেব। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন জানিয়েছেন, ৬০টি আসনের মধ্যে অন্তত ৪০টি আমরা( বাম কংগ্রেস জোট) পাব।
নাগাল্যান্ডে এবার ভোট পড়়েছে প্রায় ৮৬ শতাংশ। এদিকে এবার নাগাল্যান্ডে জোর চর্চা প্রথম মহিলা এমএলএ কি এবার হবে? পাঁচ বছর আগে নাগাল্যান🌌্ডে নাগা পিপলস ফ্রন্ট ২৬ট আসন জিতেছিল। এনডিপিপি পেয়েছিল ১৭টি আসন। বিজেপি পেয়েছিল ১২টি আসন। তবে জেডিএউ ও নির্দলের সহযোগিতায় এনডিপিপি-বিজেপি সরকার তৈরি হয়েছিল। পরে ২০২১ সালে এনপিএফও জোটে অংশ নেয়। কার্য꧅ত বিরোধীশূন্য এখানকার সরকার।
মেঘালয়ে ভোট পড়েছে প্রায় ৮৫ শতাংশ। বিজেপি ও এনপিপি চাইছে ফের ক্ষমতা ফিরে পেতে। আবার এখানে তৃণমূল একটি অন্যতম ফ্য়াক্টর হতে পারে। কংগ্রেস ২০১৮ 🐻সালে ২১টি আসন দখল করলেও সরকার গড়তে পারেনি। এবার কী হবে?
কাদের প্রতি বাড়়তি নজর?
ত্রিপুরা
বিজেপির মানিক সাহা
কংগ্রেসের আশিস সাহা
কংগ্রেসের সুদীপ রায় বর্মন
বিজেপির প্রতিমা ভৌমিক
সিপিএমের কৌশক চন্দ
বিজেপির পাপিয়া দত্ত
মেঘালয়
কনরাড সাংমা, মুখ্যমন্ত্রী তথা এনপিপি প্রার্থী
তৃণমূলের মুকুল সাংমা, প্রাক্তন মুখ্য়মন্ত্রী
থমাস মারাক বিজেপি প্রার্থী
নাগাল্য়ান্ড
এনপিপি প্রার্থী তথা সিএম নেইফিউ রিও
কংগ্রেসের এন চাচু
কে থেরি, কংগ্রেস সভাপতি