গুজরাট, হিমাচলের বিধানসভা ভোটের আগে সোমবার নির্বাচনী বন্ড ইস্যু করার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। সাধারণত কোনও মাসের পয়লা তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চালু থাকে নির্বাচনী বন্ড বেচাকেনা বা ভাঙানোর ব্যবস্থা। তবে এবার নির্বাচনী বন্ড বিক্রি হবে ৯ নভেম্বর থেকে। বন্ড🍌 বিক্রি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই বন্ড বিক্রি করবে। এসবিআইয়ের ২৯টি অনুমোদিত শাখা থেকেই এই বন্ড বিক্রি হবে।
প্রসঙ্গত, হিমাচল প্রদেশে ১২ নভেম্বর এবং গুজরাটে দু'দফায় ১ ও ৫ ডিসেম্বর ভোটগ্রহণ। এর আগে ২৩তম দফায় বন্ড বিক্রির অনুমোদন দিল কেন্দ্র। এর আগে ২২তম দফায় চলতি বছরের ১ থেকে ১০ অক্টোবর এবং ২১তম দফায় চলতি বছরের ১ থেকে ১০ জুলাই বিক্রি হয়েছিল বন্ড। দেশে প্রথমবার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছিল ২০১৮ সালের ১ থেকে ১০ মার্চ। রাজনৈতিক দলগুলিকে দেওয়া অনুদানে স্বচ্ছতা আনতে এই বন্ড বিক্রি শুরু করা হয়েছিল। নগদ টাকার পরিবর্তে এই বন্ড কিনে দলগু🧔লিকে অনুদান দেওয়া যেতে পারে। বন্ড ইস্যু হওয়ার দিন থেকে ১৫ দিন পর্যন্ত সেটি বৈধ থাকে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে অন্তত ১ শতাংশ ভোট পাওয়া রাজনৈতিক দলই বন্ডের মাধ্⛄যমে অনুদান পাওয়ার যোগ্য।
জানা গিয়েছে, লখনৌ, শিমলা, দেরাদুন, কলকাতা, গুয়াহাটি, চেন্নাই, পটনা, নয়াদিল্লি, চণ্ডীগড়, শ্রীনগর, গান্ধিনগর, ভোপাল, রায়পুর এবং মুম্বইয়ের অনুমোদিত এসবিআই শাখা থেকে মিলবে বন্ড। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে বলে, বন্ড ইস্যুর ১৫ দিন পর যদি কোনও রাজ🌠নৈতিক দল তা জমা করে টাকা তুলতে চায়, তাহলে তারা টাকা পাবে না।