দিলীপ ঘোষের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্𒀰থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। সম্প্রতি এক সাক্ষাৎকারের অভিজিৎবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন বলে দাবি তৃণমূলের। পালটা বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে নি൩য়ে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে উদ্দেশ করে বলেছি।’
তৃণমূলের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে অভিজিৎবাবুর একটি সাক্ষাৎকারের অংশবিশেষ প্রꦓকাশ করা হয়েছে। তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে বলে মনে হচ্ছে।’ এর পর ওই পোস্টে লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা? এটাও কি সম্ভব? আমরা স্তম্ভিত। ভারতীয় গণতন্ত্রে এ এক কালো দিন!
যে ব্যক্তি কিছুদিন আগেও বিচারপতির আসনে আসীন ছিলেন,BJPতে যোগ দিয়েই যিনি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ইপ্রকাশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করলেন! মাননীয়🐟 প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী একটু ভেবে দেখুন, আপনার পরিবারে কাদের সামিল করছেন আপনি? মহামান্য ভারতের নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, যে ব্যক্তি মুখ্যমন্ত্রীকে মৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক!’
বৃহস্পতিবার ময়নায় ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই কথা বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিয়ে ওই মন্তব্য করেছি। আমার বক্তব্যে এটা স꧑হজেই বোঝা যাচ্ছে। তার পরেও তৃণমূল যেখানে যেতে চায় যাক। তৃণমূল মানুষের ভরসা হারিয়েছে। তাই বারবার কমিশনের দ্বারস𒅌্থ হচ্ছে ওরা।