🦋 তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়াল তমলুকে। শনিবার তমলুক রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার মিছিল করে মনোনয়ন জমা দেন অভিজিৎবাবু। সঙ্গে ছিলেন ওই কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যসভায় এরাজ্য থেকে একমাত্র বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।
আরও পড়ুন: ♑নিয়োগ দুর্নীতির শুনানিতে বড় মোড়, অকারণে মুখ্যসচিবকে ভর্ৎসনা করছিলাম: হাইকোর্ট
পড়তে থাকুন: ꦅবাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রেখেছে তৃণমূল সরকার: নরেন্দ্র মোদী
চোর স্লোগানে উত্তেজনা
✨এদিন হাসপালাত মোড়ে বিজেপির মিছিল পৌঁছতেই SSC নিয়োগ দুর্নীতিতে চাকরিহারাদের তৃণমূল সমর্থিত মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে চোর – চোর স্লোগান দেওয়া হয়। পালটা স্লোগান দেন বিজেপি কর্মীরা। এতে পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষ এক সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ময়দানে নামে পুলিশ। এই ঘটনায় তাদের এক মহিলা কর্মী আহত হয়েছেন বলে দাবি চাকরিহারাদের মঞ্চের নেতাদের।
অভিজিতের মনোনয়নে জনজোয়ার
ꦬএদিন অভিজিৎবাবুর মনোনয়ন ঘিরে জনজোয়ার ছিল চোখে পড়ার মতো। মিছিলে অভিজিৎবাবুকে লক্ষ্য করে রাস্তার দুপাশের বাড়ি থেকে ফুল ছুঁড়তে দেখা যায় স্থানীয়দের। অভিজিৎবাবু বলেন, মানুষের সাড়া দেখে আমি আপ্লুত। এত মানুষের সমর্থন পাবো কখনও ভাবিনি।
💎এদিন শুভেন্দুবাবু বলেন, চোরেদের বড় বাড় বেড়েছে। ওদের মালকিনকে আমরা হারিয়েছি। তমলুকে ওদের আবার হারাব।
আরও পড়ুন: ✨তৃণমূলে পদহারা কুণাল ঘোষের বিরুদ্ধে মুখ খুলে বোমা ফাটালেন পার্থ চট্টোপাধ্যায়
🌃গত ফেব্রুয়ারিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মার্চে বিজেপিতে যোগদান করেন তিনি। এর পর তাঁকে তমলুক কেন্দ্রের প্রার্থী করে বিজেপি। রাজনীতির ময়দানে আনকোরা হলেও অভিজিৎবাবুকে জেতাতে সর্বশক্তি প্রয়োগ করেছেন শুভেন্দু অধিকারী। নিজের খাসতালুকে অভিজিৎবাবুর জয় নিশ্চিত বলে দাবি করেছেন তিনি। অভিজিৎবাবুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে তাদের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে।