মঙ্গলবার কলকাতায় শ্য়ামবাজার পাঁচ মাথার মোড় থেকে রোড শো করে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাগবাজারে মায়ের বাড়িতেও যান তিনি। সারদা দেবীর মূর্তির সামনেও তিনি প্রণাম করেন। এদিকে এনিয়েও কটাক্ষ করলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরের সভা থেকে এনিয়ে কটাক্ষ করেন অভিষেক। মূলত ২০১৯ সালের মে মাসে কলকাতায় অমিত শাহের রোড শো হয়েছিল। সেখানে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের ম🍷ূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল। এবার সেই প্রসঙ্গ তুললেন অভিষেক।
এদিন অভিষেক বলেন, মোদী আজ বিবেকানন্দর বাড়ি🥂তে গিয়ে তাঁর মূর্তিতে প্রণাম করবেন🎃। কলকাতাবাসীকে অনুরোধ করব স্বামী বিবেকানন্দর বাসভবনে স্বামীজির মূর্তিকে বুক দিয়ে আগলে রাখবেন।
এখানেই শেষ নয়। অভিষেক বলেন, সারদা মায়ের বাড়িতেও যাবেন🔯 মোদী। যে বিজেপির লোকেরা সারদা মাকে নিয়ে ব্যঙ্গ করেছে, ভোটের সময় সেই সারদা মায়েরই শরণাপন্ন হতে হচ্ছে। কিন্তু কেন আচমকা এই প্রসঙ্গ তুললেন অভিষেক?
সূত্রের খবর এর আগে বঙ্গ বিজেপির তরফে একটি বিজ্ঞাপন প্রকাশ করা 🌟হয়েছিল। সেখানে যে মহিলার ছবি আনা হয়েছিল তার সঙ্গে সারদা মায়ের ছবির মিল ছিল। এরপরই এনিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। তবে শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে এই ছ꧙বি প্রত্যাহার করে নিয়েছিল বঙ্গ বিজেপি।
তবে এবার ভোট বাজারে বিজেপিকে কোণঠাসা করার জন্য আবার সেই সারদা মায়ের 🌸ছবির প্রসঙ্গ উল্লেখ করে বিজেপিকে কোণ෴ঠাসা করার উদ্য়োগ নিল তৃণমূল।
এদিকে মোদীও এনিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে। মোদী বলেন, সাধু সমাজকে অপমান করছে তৃণমূল। তৃণমূল অবশ্য পালটা তার জবাব দিয়েছে। মোদী বলেন, আমাদের সাধু সমাজকে ܫতৃ🦩ণমূল অপমান করেছে। ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ কত বড় সংগঠন। তাদের সাধুদের অপমান করেছে। তাদের ভোট ব্যাঙ্ককে সন্তুষ্ট করার জন্য় এসব করেছে। দাবি মোদীর।
তবে এবারের ভোটে একেবারে অন্য মাত্রা দিয়েছে সাধু সন্তদের প্রসঙ্গ। এবার সাধু সন্তদের প্রসঙ্গ তুলে একে অপরকে জোরালো আক্রমণ করছেন। তবে মঙ্গলবার মোদী কলকাতায় রোড শো করে কার্যত প্রচারে জোয়ার আনলেন। রাস্তার দুপাশে লোকে লোকারণ্য। পরিস্থিতি এমন হﷺয় যে বাঁশের ব্যারিকেডও ভেঙে যায়। মোদীর একাধিক রোড শোতে এদিন ছিল একেবারে উপচে পড়া ভিড়। তিনি রবি ঠাকুর, বিবেকানন্দর প্রসঙ্গ উল্লেখ করেন।