'মন্ত্রপূত জল' দিয়ে বিজেপিকে ইঁদুর করে দেওয়ার আ🐟হ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী সেই 'মন্ত্রপূত জল'? তাঁর কথায় 🍬জনতার ভোট।
তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পান্ডুয়ার জনসভায় বক্তব্য রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধা🐠রণ সম্পাদককে গল্পকারের ভূমিকায় দেখা গেল এদিন। বক্তব্যে একেবারে শেষে 'পুনর্মূষিক ভব'-র গল্প ཧবললেন জনসভায়।
বিদায়ী সাংসদ অভিষꦯেক বলেন,'গণতন্ত্রে শেষ কথা প্রধানমন্ত্রী বলে না, মানুষ বলে। একটাಞ গল্প বলছি শুনুন।' এর তিনি মন্ত্রপূত জল ছিঁটিয়ে সাধুর ইঁদুরকে ধাপে ধাপে বাঘ করে দেওয়ার গল্প বলেন। ইঁদুর বাঘ হয়ে যাওয়ার পরই সাধুকে খেতে আসে। পরিস্থিতি বুঝে সাধু বাঘকে আবাক ইঁদুর করে দেন।
আরও পড়ুন। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র♈ ২০২৪: একদা গনি গড়ে ফ🐲ুল ফোটাতে উদগ্রীব বিজেপি,তৃণমূল
এর সঙ্গে তুলনা করে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন,'আপনারা ইঁদুরগুলোকে বিড়াল করেছেন, কুকুর করেছেন, বাঘ করেছেন। আপনারা সেই সাধুবাব🤪া। ২০১৪ সালের আগে যারা ইঁদুর ছিল তাদের কাউকে বিড়াল করেছেন। ২০১৯-এ বাঘ করেছেন। মন্ত্রপূত জল দিয়ে এবার তাদের ইদুর করে দিন। আগামী ২০ তারিখ সেই নেটিং ইঁদুরে পরিণত করার দিন।' অভিষেকের অভিযোগ,'আপনার ভোটে বাঘ হয়েই এরা ১০০ দিনের টাকা আটকে রেখেছে।'
আরও পড়ুন। ম🎐ুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: বামের খাত🧜া খুলতে ভরসা সেলিম, জানুন অতীতের কাহিনি
বিজেপি প্রার্থীকে নিশানা
সভা থেকে তিনি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কেও আক্রামণ করেন। অভিষেক বলেন, '২০১১ সালের আগে কোথায় ছিলে, মা? এখꦉন এখানে ওখানে ঘুরছ, ভাষণ দিচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায় না-থাকলে সিপিএমের বোমা-বন্দুকের কাছে মাথা নত করতে।' পাঁচ বছরে তিনি সাংসদ হিসাবে তিনি কটা কাজ করেছেন তা নিয়েও প্রশ্ন করেন অভিষেক। তাঁর কথায়,'গত পাঁচ বছরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে আসতে কেন্দ্রকে ক’টা চিঠি লিখেছেন লকেট চট্টোপাধ্যায়?'
‘লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় বিজেপি’
ꦚসভায় তিꦆনি একটি অডিয়ো ক্লিপ শোনান। যাতে এক মহিলা কণ্ঠে বলতে শোনা যাচ্ছে বিজেপি ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। যদিও এই অডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। অভিষেক দাবি করেন ওই অডিয়ো ক্লিপ উত্তরবঙ্গের এক বিজেপি নেত্রীর। সেটি শোনানোর পর অভিষেক বলেন, 'বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আগে তো লকেট জিতুন।'