কেন্দ্রের মোদী সরকার বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে বলে অভিযোগ। ১০০ দিনের কাজের টাকা দেয়নি। সেই বকেয়া টাকা শ্রমিকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এছাড়া একাধিক সামাজিক প্রকল্প চ🍸ালিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকারই। বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে বারবার চ্যালেঞ্জ জানালেও কেউ সেটার মুখোমুখি হতে চাননি। এবার বাকি আছে আবাস যোজনার টাকা। সেটাও কেন্দ্রীয় সরকার দেয়নি। ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। তবে এই সাড়ে ১১ লক্ষ বাড়ির আবেদন যাঁরা করেছিলেন তাঁদের মাথার ছাদও রাজ্য সরকার করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
এখন প্রত্যেকটি নির্বাচনী জনসভায় এই মাথার উপর ছাদ অর্থাৎ পাকা বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্ཧযোপাধ্যায় আবাস যোজনার কথা বলছেন প্রত্যেকটি জনসভায়। এই বছরের শেষে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে বলে আশ্বাস দিচ্ছেন জনগণকে। আর তার জন্য ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। যেভাবে ১০০ দিনের কাজের টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া ไহয়েছে সেভাবেই পৌঁছে যাবে আবাসের টাকা। আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করছে নবান্ন।
আরও পড়ুন: বিস্ফোরণে উড়িয়ে দে🍰ওয়া হবে রাজভবন–জাদুঘর, হুমকি ই𒁃মেল পাঠাল জঙ্গি সংগঠন
এই টাকা উপভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। সেখানে উঠে যাবে সাড়ে ১১ লক্ষ উপভোক্তার নাম, ঠিকানা এবং ব্যাঙ্🌳কের বিবরণ। তারপর নির্বাচনের পরে বাংলার গরিব মানুষের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার টাকা পাঠানো হবে। যাতে ভালভাবে বাড়ি তৈরি করে বসবাস করতে পারেন বাংলার মানুষজন। কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনাকে এখন সামনে নিয়ে এসে লোকসভা নির্বাচনে বিজেপি প্রকাশ্যে সকলের সামনে তুলোধনা করছে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখেছে বলে অভিযোগ তুলে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। তাই এবার আবাস প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
নবান্ন সূত্রে খবর, লোকসভা নির্বাচন মিটে গেলে উপভোক্তাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দিতে শুরু কꦐরবে রাজ্য সরকার। একটি নতুন পোর্টাল তাই চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পোর্টাল থেকে শুরু করে বাকি পরিকাঠামো তৈরির কাজ সেরে রাখা হচ্ছে। এই পোর্টꩵালের বিষয় নিয়ে কয়েক দফা বৈঠকও সেরেছেন পঞ্চায়েত দফতরের অফিসাররা। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা পাঠানোর আগে ফের উপভোক্তাদের পরিস্থিতি যাচাই করা হবে। সব দিক বিবেচনা করে তবেই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।