পিনাকী ভট্টাচার্য
লোকসভা ভোটের মুখে CAA কার্যকর করে তার ফসল পুরোপুরি ঘরে তুলতে মরিয়া বিজেপি। ইতিমধ্যে CAA-র অধীনে নাগরিকত্বের আবেদন করতে চালু হয়েছে অনলাইন পোর্টাল। কিন্তু তার পরেও পিছিয়ে পড়া মতুয়ারা সবাই 🦹নিয়ম মেনে আবেদন করতে পারবেন কি না তা নিয়ে সন্দিহান বিজেপি নেতারা। সূত্রের খবর, সেজন্য লোকসভা ভোটের আগে বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ঠাকুরনগরসহ রাজ্যের বিভিন্ন জায়গায় আয়োজিত হবে শিবিরগুলি।
আরও পড়ুন: দুই ফুলের মাঝে 'ফেঁসে' বনগাঁ, সিএএ সংশয়ের মাঝে লোকসভা ভোটে পাল্ল🐓া ভারী কার?
সূত্রের খবর, লোকসভা ভোꦏট༒ের আগে কেন্দ্র থেকে আসবেন বিশেষজ্ঞরা। তাদের তত্বাবধানে আয়োজিত হবে CAAর অধীনে নাগরিকত্বের আবেদন গ্রহণের জন্য বিশেষ ক্যাম্পের। সেই ক্যাম্পে মতুয়া ও অন্যান্য উদ্বাস্তুরা নাগরিকত্বের আবেদন করতে পারবেন।
ঠাকুরবাড়ির ঘনিষ্ঠ এক ব্💯যক্তি জানিয়েছেন, ‘মতুয়া ও নমঃসূদ্রদের অনেকেই নিজেরা অনলাইনে আবেদন করতে সক্ষম নন। অনেকের কাছে ফোন নেই, অনেকে ইংরাজি বা হিন্দি পড়তে পারেন না। তাদের জন্য সাহায্যের হাত বাড়ܫিয়ে দিতে চলেছে বিজেপি। ক্যাম্প করে বিনামূল্যে তাদের আবেদন করার ব্যবস্থা করবে দল। ভোটের আগেই এই ক্যাম্প আয়োজনের উদ্যোগ চলছে।’
সূত্রের খবর, শুধুমাত্র নাগরিকত্বের আবেদন গ্রহণের জন্য ক্যাম্প নয়, ভোটের আগে ঠাকুরনগরে আসতে চলেছেন একাধিক শীর্🐼ষ নেতা। দিন কয়েক পরেই ঠাকুরনগরে আয়োজিত হতে চলেছে বাৎসরিক বারুনি মেলা। তারও তোড়জোড় চলছে জোর কদমে।
আরও পড়ুন: গতবারের ♓ক্ষত এখনও টাটকা, ফের একবার রাম নবমীতে হিংসার পূর্বাভাস দিলেন মমতা
তবে কেন ভোটের মুখে আবেদন গ্রহণের ব্যবস্থা? মতুয়াদের একাংশ বলছেন, আগে থেকে আবেদন গ্রহণ করলে মানুষ নাগরিকত্বের সার্টဣিফিকেট হাতে পেতে উদগ্রীব হয়ে উঠতে পারে। সেই সুযোগে তাদের একাংশের সমর্থন আদায় করে নিতে পারে তৃণমূল। সেই ঝুঁকি এড়াতে ভোটের দিন কয়েক আগে নেওয়া হবে আবেদন। যাতে সাপ মরে কিন্তু লাঠি না ভাঙে।