লোকসভার আগে বিরোধী দল সিপিএমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি দাবি করেছেন, বিজেপির দয়াতেই সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা হওয়ার সুযোগ পেয়েছেন। রবিবার সেপাহিজালা জেলার চারিলামে একটিꦍ নির্বাচনী প্রচার সভার আয়োজন করে বিজেপি। সেখানে যোগ দিয়েই এমন দাবি করেছেন বিজেপি প্রার্থী। বিপ্লব দেবের এই মন্তব্যকে ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে ত্রিপুরার রাজনীতিতে। কেন তিনি এমন কথা বললেন তাই নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুনঃ ত্রিপুরায় ৪৮ ♓প্রার্থীর নাম ঘোষণা BJP-র, টিকিট শুক্রবার যোগ দেওয়া CPIM নেতাকেও
এবার ত্রিপুরার পশ্চিম আসন থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপ্লব দেব। তিপ্রা মোথা দল বিজেপির জোটে যোগ দেওয়ার পরেই সেখানে প্রধান বিরোধী দল হয়ে উঠেছে সিপিএম। সে প্রসঙ্গেই এমন মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘বিজেপির দয়ার কারণে জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা হয়েছেন। তিনি তিপ্রা মোথার প্রতিষ্ঠাতা মহারাজ প্রদ্যোত কিশোর মাণিক্যের দয়ার কারণে সাব্রুম নির্বাচনী এলাকা থেকে ২♛০২৩ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন।’
কংগ্রেস-সিপিআইএম জোটের নিন্দা করে বিপ্লব দেব জিতেন্দ্র চৌধুরীকে বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এখনও সময় আছে। আমাদের সঙ্গে যোগ দিন। সিপিএম ও কংগ্রেসের সঙ্গে থাকার কোনও মানে হয় না। কংগ্রেস সিপিএম ব্যক্তিগত সুবিধার জন্য কাজ করে। প্রধানমন্ত্রী𝓀 নরেন্দ্র মোদী দেশের জন্য কাজ করেন, তিনি নিজের জন্য কাজ করেন না।’ এরপরেই তিনি জানান, ভোট চাওয়ার জন্য তাঁর দলের কর্মীরা বাড়িতে বাড়িতে যাবেন🍸 ।
প্রসঙ্গত, ত্রিপুরায় দুটি লোকসভা আসন রয়েছে♋। যার মধ্যে ত্রিপুরা পশ্চিমের কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেস সভাপতি আশিস ক🅺ুমার সাহা। তাঁকে বিপ্লব দেবের বিরুদ্ধে প্রার্থী করেছে কংগ্রেস। অন্যদিকে, এবং সিপিএম প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রেয়াংকে এসটি সংরক্ষিত পূর্ব লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা তাঁকে প্রার্থী করা হয়েছে।
বিপ্লব দেব আরও বলেন, ‘মানুষ সিপিএমের দ্বারা পরিচালিত রাজ্য সরকার, কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার এবং ২০১৮ সালের আগে বাম সরকারের ২৫ বছরের দীর্ঘ শাসন সম্পর্কে অবগত। কংগ্রেস সিপিএমের মধ্যে অনেক সংঘর্ষ হয়ে꧂ছে। তারপরেও কীভাবে দুই দল নিজেদের মধ্যে তিক্ততা মিটিয়েছে? তা নিয়ে প্রশ্ন তোলেন বিপ্লব দেব।
দেবের বক্তব্যের প্রতিক্রিয়ায় সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী বলেছেন, বিপ্লব কুমার সাহা একজন কাঁচা রাজনীতিবিদ। তিনি ভয় পেয়েছে তাই এই ধরনের মন💙্তব্য করছেন।