লোকসভা নির্বাচনে ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবকে লাগাতার আক্রমণ করে চলেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি সম্প্রতি দেবের এক ঘনিষ্ঠদের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে। তা নিয়েও লাগাতার আক্রমণ করেছেন তৃণমূল প্রার্থী। তবে বিরোধীদের এই আক্রমণে বিশেষ গুরুত্ব দ🦄িতে রাজি নন দেব। উলটে বিরোধীদের আক্রমণের ফলে তৃণমূলই লাভবান হবে বলে মনে করছেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন: লক্ষাধিক টাকা নিয়ে চাকরি দেননি,ꦦ দেব ঘনিষ্ঠ রামাপদের বিরুদ্ধে প্রতারণার🦩 অভিযোগ
ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে 🍷দেব বলেন, যত বেশি দলকে আক্রমণ করা হবে, ততই তৃণমূলের লাভ হবে। অর্থাৎ বিরোধীরা যত বেশি তৃণমূলকে আক্রমণ করবে, তত বেশি ভোট পাবে তৃণমূল। পালটা এ নিয়ে দেবকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এবার ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী হয়েছেন কালীপদ সোরেন। তাঁর সমর্থনে দেব রোড শো করেন। প্রিয় অভিনেতাকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় 𓂃করেন। বেলা সাড়ে ১২ টা নাগাদ ঝাড়গ্রাম শহরের কলেজ মোড় থেকে হুডখোলা গাড়িতে করে প্রচার শুরু করেন দেব। শহরের পাঁচ🎃মাথা মোড় হয়ে শিব মন্দির পর্যন্ত রোড শো করেন। রাস্তার দুপাশে তাকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে। স্কুল-কলেজের পড়ুয়ারা তাঁকে ফুল উপহার দেন।
তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বনদফরের মন্ত্রী বিরবহা হাঁসদা, এছাড়াও ছিলেন জেলা তৃণমূলের নেতৃত্ব। প্রচারে বেরিয়ে দেব দাবি করেন, তিনি ভালো সাড়া পাচ্ছেন।এবার ঝাড়গ্রামে তৃণমূল জিতবে বলেই তিনি আশাপ্রকাশ করেছেন। দেব আরও মন্তব্য করেন, ভালো মানুষের সঙ্গে সবসময় ভালো মানুষ যুক্ত থাকেন। দে🔴ব জানিয়েছেন, মিথ্যা অভিযোগ দিয়ে মানুষকে কেউ ফাঁসাতে পারবে না। মানুষকে আটকানো যাবে না।
এর প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী দেবকে আক্রমণ করে বলেন, ১০ বছর ধরে ঘাটালের সাংসদকে মানুষ দেখতে পাඣয়নি। তাঁর কটাক্ষ, আগে ‘আই লাভ ইউ’ চলেছে। কিন্তু এখন আর চলবে না। প্রসঙ্গত, তৃণমূলের তরফে প্রায়ই শুভেন্দুকে গদ্দার বলে আক্রমণ করা হয়। তবে শুভেন্দুকে দেব আক্রমণ করে আগে এই ধরনের শব্দ প্রয়োগ করতে রাজি হননি। তিনি বলেছিলেন, ২০১৪ সালের নির্বাচন শুꦛভেন্দু অধিকারী তাঁকে এলাকায় নিয়ে ঘুরে বেড়িয়েছেন। তাঁর জন্য তহবিল সংগ্রহ করেছেন।