ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই লাগাতার সেখানকার তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে আক্রমণ শানিয়ে চলেছেন হিরণ চট্টোপাধ্যায়। তবে এতকিছুর পরেও দেব সেরকমভাবে হিরণকে আক্রমণ করেননি। হিরণের মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিতে খুব একটা দেননি দেবকে। আর এবার হিরণকে তীব্র আক্রমণ করলেন দেব। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র করতে পারে বিজেপি। এমনই আশঙ্কা করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি । ♐দেবের আশঙ্কা, আগামী কয়েকদিনের মধ্যে কেশপুরে এক বিজেপির কর্মী খুন হতে পারেন। আর সেই খুনের দায় চাপানো হতে পারে তৃণমূলের উপরে। দেবের এমন মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে ঘাটাল সহ রাজ্যের রাজনৈতিক মহলে। কেন এরকম মন্তব্য করলেন দেব? তাই নিয়ে উঠেছে প্রশ্ন। এবার দেবের সেই বক্তব্যের পাল্টা তোপ দাগলেন হিরণ। জানালেন এসব নাকি দেবের ষড়যন্ত্র। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর নামে FIR করবেন।
আরও পড়ুন: দেবের চেয়ে উচ্চশিক্༒ষিত,রয়ছে PhD ডিগ্রি! BJP-র হিরণের মাথায় কোটি টাকার দেনা
কী বলেছেন দেব?
মঙ্গলবার কেশপুরে একটি জনসভা করে দেব। সেখান থেকেই দেব দাবি করেছেন কেশপুরে আগামী ১০ থেকে ২০ মে’র মধ্যে কোনও বিজেপি কর্মী হতে পারে। আর তার দ๊ায় তৃণমূলের ওপরে চাপিয়ে ভোট করানোর চেষ্টা করবেন বিজেপি প্রার্থী এবং পদ্ম শিবির। এর পাশাপাশি হিরণকে তীব্র আক্রমণ করে দেব বলেন, ‘বিজেপির প্রার্থী হিরণ ঘাটাল লোকসভা কেন্দ্রে জেতার জন্য উঠে পড়ে লেগেছেন। এর জন্য কেশপুরে বিজেপি বড় ষড়যন্ত্র করছে।’ দেবের আশঙ্কা সেক্ষেত্রে নিজেদের লোককে মেরে তৃণমূলের উপর দায় চাপিয়ে অশান্তি সৃষ্টি করতে চায় বিজেপি। আর সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে নিজেদের পক্ষে ভোট করার চেষ্টা করবে তারা।
এ প্রসঙ্গে দেবের সাবধানবাণী, ‘হিরণ এবং বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে তাঁরা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করবে। তাই আমি আগে সংবাদমাধ্যমে জানিয়ে রাখলাম। প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশꩲনের কাছেও এবিষয়ে দৃষ্꧒টি আকর্ষণ করছি।’
বিদায়ী সাংসদের বক্তব্য, তিনি ১০ বছর ধরে কেশপুরে শান্তি বজায় রাখার চেষ্টা করেছেন। হিরণকে আক্রমণ করে দেব আরও বলেন, ‘হিরণ পাগল হয়ে গিয়েছে। যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। খবরের শিরোনামে আসার জন্যই এসব করছে হিরণ। কিন্তু, নিজের কাজের কথা একটাও বলছে না।’ ১০🌠 বছরে বিজেপি কী করছে? তা নিয়ে পালট প্রশ্ন করেন দেব।
আরও পড়ুন: কবিতার উত্তর কবিতাত✤েই! রবি ঠাকুর আর গুলজারকে মেলালেন স▨ৌরেন্দ্র-সৌম্যজিৎ
কী বললেন হিরণ?
হিরণ এদিন দেবের কথা প্রসঙ্গে সাফ সাফ জানান আসলে খুনের পরিকল্পনা নাকি দেবেরই। জানিয়েছেন তাঁরা এই বিষয় নিয়ে থানায় FIR দায়ের করবেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও জানাবেন। হিরণ এদিন বলেন, 'আমরা FIR করছি। আমি আমাদের সমস্ত বিজেপি কর্মীদের বলতে চাই আপনারা নিশ্চিন্তে থাকুন। কারও সাহস নেই যে আপনাদের খুন করে।' তিনি একই সঙ্গে দেবকে 'ক্রিমিনাল' বলে দেগে দ𝐆েন। বলেন, ' একজন সাংসদ এবং প্রার্থী খুনের পরিকল্পনা করছে। আমরা কি ওকে জানিয়ে খুনের পরিকল্পনা করব? কেউ শুনেছে যে এমনটা কোথাও হয়েছে?'
দেবের এই কথায় হিরণ লজ্জিত বলেও দাবি করেন। তিনি জানিয়েছেন তাঁরাꦬ নির্বাচনের দ্বারস্থ হবেন নিরাপত্তা চেয়ে। বলাই বাহুল্য গোটা বিষয়টা নিয়ে নির্বাচনী আবহের উত্তাপ আরও গরম হয়ে উঠল।