আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আর এই ভোটগ্রহণ–পর্বের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যানে বসবেন। আর তারপর তা সংবাদমাধ্যমে সম্প্রচার হꩲলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। আজ, বুধবার বারুইপুরের সভা থেকে সরাসরি এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর൩ পূর্বের ফুলতলা সংলগ্ন সাগর সঙ্ঘ মাঠে জনসভা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে আছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। সেখান থেকেই হুঁশিয়ারি দেন তিনি।
এখানে আজ কেন তিনি সভা করলেন? তাও জনসমক্ষে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী। সরাসরি বিজেপিকে নিশানা করে সেই কথা বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার আজ এখানে সভা করার কথা ছিল না। তবে পরে মনে হল, বিজেপির মিথ্যাচারের জবাব দ🎐েওয়ার প্রয়োজন আছে। তাই এখান🐷ে এসেছি। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করুক বিজেপি। আপনি ওবিসি সার্টিফিকেট বাতিল করেছেন। আমি তা মানব না। যেমন চলছে তেমন চলবে। আপনি থাকবেন না, আপনার আয়ু ৪ তারিখ পর্যন্ত।’ এই মন্তব্য করে সোচ্চার হন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: অদিতি মুন্সির স্বামী দেবরাজকে ফের তলব করল সিবিআই, ভোট মরশু⭕মে༺ বাড়তি টেনশন
লোকসভা নির্বাচনের প্রচার শেষ হলে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তামিলনাড়ুর কন্যাকুমারীতে দু’দিন ধ্যানমগ্ন হবেন তিনি বলেই খবর। বারুইপুরের সভা থেকে এই নিয়ে মোদীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘প্রধানমন্ত্রীর ধ্যানে বসা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু সেই ছবি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হলে সেটা নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করবে। সেক্ষেত্রে ৩০ মে সন্ধ্যে ৬টার পর প্রধানমন্ত্রীর ধ্যানে বসা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো𝔉 হবে। ধ্যান করলেই ক্যামেরা ছুটবে।𓂃 প্রত্যেকবার দেখবেন, নির্বাচনের শেষ দফার ৪৮ ঘণ্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকেন। আর লোককে দেখায়, ধ্যান করছি।’
আগামীকাল ৩০ মে লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন। প্রায় ২৪ ঘণ্টা প্রধানমন্ত্রী ধ্যান করবেন বলে এখনও পর্যন্ত খবর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচার শেষ করার পরেও কেদারনাথের গুহায় ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘লোকে যখন পুজো করে ছবি তুলতে হয়? নাকি সমুদ্রের হাওয়া খেয়ে অক্সিজেন নেবে আর ৪৮ ঘণ্টা প্রচার চালাবে। উনি ধ্যান করবেন করুন, কিন্তু টিভিতে দেখাতে পারবে না। কারণ সেটা আদর্শ আচরণবিধি ভঙ্গ করবে। ১ জুন ভোট আছে। ৩০ তারিখ সন্ধ্যে ৬টার পরে আমরা এই বিষয়ে অভিয𓆏োগ জানাবো। সমুদ্রের উপর একটা ভাল জায়গা। ওখানে লোকে ঘুরতে যান। স্বামীজি খুব ভালবাসতেন। আর সেখানে গিয়ে উনি ধ্যান করবেন। উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা। তাই যদি হয়, তবে ওঁর🥀 ধ্যান করার কী প্রয়োজন, লোকে ওঁর ধ্যান করবে। তাঁকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন। তিনি নাকি ঈশ্বরের দূত।’