লোকসভা নির্বাচনের প্রথম দফা শেষ। আর ভোটের হার থেকে শুরু করে পরিস্থিতি বুঝিয়ে দিয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের অঙ্ক কঠিন হয়েছে বিজেপির কাছে। তাই সভার পরিমাণ ব🐭াড়াতে হবে। এই কারণে বাংলায় আবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন আগে বালুরঘাটে সভা করে গিয়েছেন শাহ। এবার সরাসরি শৈলশহর দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করতে আসছেন তিনি। রবিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। এমনকী মুর্শিদাবাদ, মালদাও সভা করবেন তিনি। দার্জিলিংয়ে অমিত শাহের সভা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে বিজেপির প্রার্থীর বিরুদ্ধেই দাঁড়িয়েছেন বিজেপির বিধায়ক নির্দলের ভূমিকায়।
এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হন রাজু বিস্তা। এবারও তাঁর উপরই ভরসা রেখেছে বিজেপি। কিন্তু দ্বিতীয়বার এই কেন্দ্র থেকে রাজু বিস্তা জিতে আসতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান সবপক্ষই। কারণ রাজুর কাছ থেকে সাধারণ মানুষজন উপকৃত হননি বলে অভিযোগ। তাই জেতা আসন ধরে রাখা চ্যালেঞ্জের। তাই এবার পাহাড়ে সভা করবেন অমিত শাহ। সেখান থেকে রাজুকে জেতাতে কোন বার্তা দেন শাহ সেটা দেখার বিষয়। দ্বিতীয় দফায় অর্থাৎ ২৬ এপ্রিল পাহাড়ে ভোট রয়েছে। রবিবার পাহাড়ে সভা করবেন রাজনাথ সিংও। তৃণমূল কংগ্রেস🐲 এখানে হেভিওয়েট প্রার্থী দিয়েছে। তাছাড়া ভূমিপুত্র। এটাতে আরও চাপ বেড়ে গিয়েছে বিজেপির।
আরও পড়ুন: নি🌱জের ভোটটা ঘাসফুলে কেমন করে দেবেন? জনগণকে টিপস দিলেন মু🍸খ্যমন্ত্রী
অমিত–রাজনাথের দার্জিলিং সভা তাই বেশ তাৎপর্যপূর্ণ। তবে এখানে থেমে থাকবেন না তাঁরা। দার্জিলিং থেকে মালদা উত্তর আসনে সভা করতে আসবেন রাজনাথ সিং। ২০১৯ সালে এখানে জিতেছিলেন বিজেপির খগেন মুর্মু। এবারও তিনিই বিজেপির প্রার্থী। আবার রবিবার নবাবের জেলা মুর্শিদাবাদে সভা করবেন রাজনাথ সিং। এখানে ইতিমধ্যেই সভা করে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 𝓀রাজনাথের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গতবছর তৃণমূল কংগ্রেস প্রার্থী🍸 আবু তাহের খানের কাছে হেরে যান বিজেপি প্রার্থী হুমায়ুন কবির। তৃতীয় স্থানে ছিলেন। এবার আবু তাহের খানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে গৌরীশঙ্কর ঘোষকে। সিপিএমের প্রার্থী রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাই এই আসনে এবার রাজনাথ সিংয়ের জনসভা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এছাড়া মালদা দক্ষিণে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরীর কাছে খুবই কম 🌃ভোটে পরাজিত হয়েছিলেন বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এবারও বিজেপি তাঁকেই প্রার্থী করেছে। মালদা উত্তর এবং দক্ষিণ, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে ৭ মে। তাই এখানে এসে রাজনাথ সিং কোন বার্তা দেন মানুষকে সেটা দেখার বিষয় রয়েছে। ইতিমধ্যেই বাংলায় তিনদিন এসে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রায়গঞ্জ এবং বালুরঘাটে সভা করেছেন প্রধানমন্ত্রী। এবার উত্তরবঙ্গ জুড়ে একাধিক সভা করতে আসছেন অমিত শাহ এবং রাজনাথ সিং। এটাকেই তৃণমূল কংগ্রেস ডেইলি প্যাসেঞ্জারি বলছে।