মোদী জমানায় উত্তরপূর্ব ভারত থেকে কংগ্রেস ক্রমেই দুর্বল হয়েছে। এখন উত্তরপূর্বের কোনও রাজ্যেই আর ক্ষমতায় নেই হাত শিবির। এদিকে উত্তরপূর্বে বিগত বঠরগুলিতে ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে বিজেপি। এই আবহে আজ অরুণাচলপ্রদেশ থেকে ৫৫ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করে কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইটানগরের অনুষ্ঠান মঞ্চ থেকে মোদী বলেন, 'কোন অঞ্চলে কটা লোকসভা আসন আছে, সেদিকে নজর না দিয়ে আমরা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে থাকি।' (আরও পড়ুন: তৈরি PLA-কে রোখার পথ, ১৩০০০ ফুট উচ্চতায় বিশ্বের দꦛীর্ঘতম টুইন টানেল উদ্বোধন মোদীর)
আরও পড়ুন: চিন সীমান্ত ঘেঁষে তৈরি꧂ হচ্ছে দেশের সর👍্ববৃহৎ বাঁধ, খরচ শুনলে ঘুরবে মাথা
আগের কংগ্রেস সরকারকে আক্রমণ শানিয়ে মোদী বলেন, 'আগে যখন সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে অত্যাধুনিক পরিাঠামো তৈরি করা উচিত ছিল, তখন কংগ্রেস সরকার দুর্নীতিতে ব্যস্ত ছিল। আমাদের দেশের সীমান্ত লাগোয়া গ্রামীণ অঞ্চলগুলিকে উন্নত করার দিকে নজর দেয়নি আগের কংগ্রেস সরকার। দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছিল তারা। নিজের দেশের সেনাকে শক্তিশালী না করা এবং নিজের দেশের জনগণকে সঠিক সুযোগ সুবিধা না দেওয়াই হল কংগ্রেসের নীতি এবং আদর্শ।' (আরও পড়ুন: কেন বাংলার ডিএ আন্দোলনকারীদের সঙ্গে আলোচ๊নায় বসছেন না মমতা? বিস্ফোরক জবাব সাংসদে🍨র)
আরও পড়ুন: '🃏গান্ধী না গডসে?'🥀 বিজেপিতে যোগ দিয়েই বিতর্ক উসকে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
আরও পড়ুন: 'জয় শ্রী রামে' আপত্তি না থ✤াকা🐠 শামিকে বসিরহাটে প্রার্থী করতে চায় BJP: রিপোর্ট
এদিকে আজ ভারতের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী। এই বাঁধটি তৈরি হবে চিন ঘেঁষা দিবাং উপত্যকায়। এছাড়া আজ অরুণাচলে বিশ্বের দীর্ঘতম টুইন লেন টানেলের উদ্বোধন করা ꦦহয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় তৈরি হয়েছে এই টানেল। এই সেলা টানেল প্রকল্প নিয়ে মোদী বলেন, 'সেলা টানেল আরও আগেই তৈরি হতে পারত। তবে কংগ্রেস সেই সময় অন্য সব বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। তারা ভাবত, অরুণাচলে তো মাত্র দু'টি লোকসভা আসন, এখানে এত খরচ করে কী করব। তবে মোদী এভাবে কাজ করে না। আমি দেশের প্রয়োজনকে মাথায় রেখে কাজ করি।' এদিকে সেলা টুইন টানেল প্রকল্প ছাড়াও উত্তরপূর্বে🅷র ৬টি রাজ্যের একাধিক প্রকল্প লঞ্চ করেন মোদী। আজ অরুণাচল ছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মেঘালয় এবং সিকিমের একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। মোট ৫৫ হাজার কোটি টাকার সরকারি প্রকল্প লঞ্চ করা হয় আজ। এগুলির মধ্যে মোট ৪১ হাজার কোটিক প্রকল্প অরুণাচলপ্রদেশেই। এছাড়া প্রধানমন্ত্রী আজ উত্তর পূর্বের জন্য একটি নতুন শিল্প উন্নয়ন প্রকল্পও চালু করেছেন। এই প্রকল্পের নাম হল - UNNATI (উত্তর পূর্ব রূপান্তরমূলক শিল্পায়ন পরিকল্পনা)।