শনিবার ওড়িশায় ভোট প্রচারে গিয়ে পাকিস্তানের বেহাল দশা নিয়ে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই সঙ্গে পাকিস্তানের পরমাণু বোমা নিয়ে কংগ্রেস ভারতীয়দের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করলেন মোদী। পাশাপাশি প্রধানমন্ত্রী দাবি করেন, পাকিস্তানের অবস্থা এখন এতই খারাপ যে তারা তাদের হাতে থাকা পারমণাবিক বোমার রক্ষণাবেক্ষণও করতে পারছে না। আর তাই তারা নাকি পরমাণু বোমা অন্য দেশকে বিক্রির চেষ্টা করে চলেছে। (আরও পড়ুন: উড়েছে ভারতীয় পতাকা, গণপিটুꦉনিতে মৃত্যু পুলিশের, কেন খেপেছে PoK-র বাসিন্দারা)
আরও পড়ুন: 'কেউ CAA বাতিল করতে পারবে না...', অর্জুন গড় থেকে বাဣংলাকে ৫ গ্যারান্টি মোদীর
আরও পড়ুন: 'সন্দেশখালি হোক কি কর্ণাটক…', যৌন হেনস্থা নিয়ে চ𝓰রম বিতর্কের মাঝে মুখ খুললেন মোদী
উল্লেখ্য, গতকাল ১১ মে ছিল। ১৯৯৮ সালের এই দিনেই পোখরানে পরমাণু বোমার সফল পরীক্ষণ করেছিল ভারত। এই আবহে মোদী বলেন, 'আজকের দিনই ভারত নিজেদের শক্তি প্রদর্শন করেছিল বিশ্বের সামনে। পরমাণু অস্ত্রের সফল পরীক্ষণের পরে ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি পালটে যায়। স্বাধীনতার পর প্রথমবার ভারতের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার চোখে দেখতে শুরু করে গোটা বিশ্ব।' এরপর কংগ্রেসকে তোপ দেগে মোদী বলেন, 'আর এই নিয়ে কংগ্রেসের চিন্তাভাবনা পুরোপুরি ভিন্ন। নানান সময়ে কংগ্রেস পরমাণু বোমা নিয়ে ভারতবাসীকে ভয় দেখানোর চেষ্টা করে এসেছে। তারা বলেছে, আমাদের সাবধান থাকা উচিত কারণ পাকিস্তানের কাছেই পরমাণু বোমা আছে। কংগ্রেসের এই মৃত ব্যক্তিরা দেশের মনকেও মেরে দেয়। কংগ্রেস সবসময় এই ধরনের নেতিবাচক মনোভাব পোষণ করে।' (আরও পড়ুন: শিয়ালদা শাখার লোকাল ট্রেন যাত্রীদের 'অপেক্ষা' বাড়ল, 💦বড় সিদ্ধান্ত নিল ♉রেল)
আরও পড়ুন: এবার হাওড়া থেকে সাঁতরাগাছি🎀 রুটে চালু হবে𝕴 মেট্রো? সামনে এল বড় 'পরিকল্পনা'
মোদী বলেন, 'কংগ্রেস পাকিস্তানের হাতে থাকা পরমাণু বোমার কথা বলে। তবে পাকিস্তানে তখন এমন অবস্থা যে তারা তাদের বোমার রক্ষণাবেক্ষণ করতে পারছে না। তাই তারা তাদের বোমা বিক্রি করতে নেমে পড়েছে। তারা পরমাণু বোমা বিক্রির জন্য খদ্দের খুঁজছে। তবে তারা বিক্রি করতে পারছে না। আর কংগ্রেসের এই দুর্বল মনোভাবের জন্যেই জম্মু ও কাশ্মীরের মানুষজন বিগত ৬০ বছর ধরে সন্ত্রাসবাদের শিকার হয়ে এসেছে। তারা কষ্ট পেয়েছে। এর আগেও একাধিকবার ভারতে সন্ত্রাবাসী হামলা হয়েছে। সেই সব হমলার জবাব না দিয়ে কংগ্রেস সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে আলোচনা টেবিলে বসত। কংগ্রেস তাদের ভোটব্যাঙ্ককে রাগিয়ে তোলার বিষয়ে বেশি উদ্বিগ্ন ছিল।' (আরও পড়ুন: 'আদালতের নির্দেশ না মেনে' মে'র বেত🍸ন কাটা যাবে সরকারি শিক্ষকদে🍷র! জারি বিজ্ঞপ্তি)
আরও পড়ুন: '…ভাতা দেওয়া যাবে না',ℱ বড় রায় সুপ্রিম কোর্টের, সরকারি কর্মীদের ♏মাথায় পড়বে হাত
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১১ মে পোখরান পরমাণু বোমার পরীক্༺ষা হয়েছিল। ২০০৩ সালেই ভারত 'প্রথমে পরমাণু বোমা ব্যবহার না করার' নীতি গ্রহণ করেছিল। এদিকে সুইডিশ থিংক ট্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, বর্তমান বিশ্বে মোট ৯টি পরমাণু শক্তিধর দেশ রয়েছে। সব মিলিয়ে এই নয়টি দেশের হাতে রয়েছে মোট ১২,৭০০টি পারমাণবিক ওয়ারহেড। পাকিস্তানের হাতে ১৭০টি পরমাণ﷽ু বোমা আছে। আর ভারতের হাতে ১৬৪টি পরমাণু বোমা আছে।