আগামী ১৯ এপ্রিল লোকসভা ভোট꧑ের প্রথম পর্ব শুরু হচ্ছে। তার আগে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দাল। কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পরে রবিবার তিনি বিজেপিতে যোগ দেন।
আর তার কয়েক ঘণ্টা পরেই বিজে🤡পি তাদের নতুন তালিক🉐ায় জিন্দালকে কুরুক্ষেত্র থেকে প্রার্থী করে।
এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ তিনি নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন: ‘আমি ১০ বছর ধরে কুরুক্ষেত্রের সাংসদ হিসাবে সংসদে কংগ্রেস পার্টির প্রতিনিধিত্ব করেছি। আমি কংগ্রেস নেতৃত্ব এবং তৎকালীন প্রধানমন্ত্রী ꧂ডঃ মনমোহন সিংকে ধন্যবাদ জানাই। আজ আমি কংগ্রেস পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্ত🐭ফা দিচ্ছি।’
কংগ্রেসের টিকিট থেকে দু'বারের লোকসভার সদস্য নয়াদিল্লিতে দলের সদর দফতরে বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তিনি বলেন যে, দলে𓆏র সাথে জিন্দালের সংযুক্তি দেশের অর্থনীতি ও সমৃদ্ধি বাড়ানোর সরকারের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে।
কে এই নবীন জিন্দাল?
• নবীন জিন্দাল ভারতের একটি বিশিষ্ট শিল্প গোষ্ঠী জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার (জেএসপি) এর๊ চেয়ারম্যানের পদে রয়েছেন, যার ইস্পাত, খনি এবং অবকাঠামো খাতে আগ্রহ রয়েছে।
• তিনি ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চ্যান্সেলরও, যা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি Ranking ২০২৩ অনুসারেಞ ভারতের শীর্ষস্থানীয় বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসাবে স্থান পেয়েছে।
• জিন্দা𝓡ল খেলাধুলায় সক্রিয়ভাবে জড়িত, বিশেষত পোলো🌳 এবং স্কিট শুটিং, যেখানে তিনি জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন।
• তিনি শাল্লু জিন্দালকে বিয়ে করে♛ছেন, একজন ভারতীয় শাস্ত্রীয় কুচিপুড়ি নৃত্যশিল্পী এবং জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার ফাউন🀅্ডেশনের চেয়ারপার্সন।
• এই দম্পতির ভেঙ্কﷺটেশ এবং যশস্বিনী নামে♍ দুটি সন্তান রয়েছে।
কংগ্রে♔স꧃ ঘরানার শিল্পপতি হিসাবেই এতদিন পরিচিত ছিলেন নবীন। তিনিই এবার গেরুয়া শিবিরে।
জিন্দালের রাজনৈতিক কর্মকাণ্ড
২০০৪ থেকে ২০১৪ স❀াল পর্যন্ত লোকসভায় কুরুক্ষেত্র আসনের সংসদ সদস্য ছিলেন।
তবে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে তিনি বিজেপির রাজ কুমার সাইনির কাছে পরাজিত হন। পরবর্তীকালে, ২০১৯ সালের নির্বাচনে, কংগ্রেস পার্টি তাকে প্রার্থী হিসাবে দাঁড় না করানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে এবার বিজেপিতে যোগ দেওয়ার পরেཧই তিনি প্রার্থী🤪 পদই পেয়ে গেলেন। আর তাৎপর্যপূর্ণ এতদিন যে এলাকা থেকে তিনি কংগ্রেসের হয়ে লড়তেন কংগ্রেসের টিকিটে সেই তিনিই এবার লড়বেন বিজেপির টিকিটে।