‘গুজরাট মডেল নয়, দেশের উচিত তামিলনাড়ুর দ্রাবিড়ীয় মডেল অনুসরণ করা।’ চেন্নাইয়ে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন অভিনেতা তথা মাক্কাল নীধি মায়ামের (এমএনএম) প্রতিষ্ঠাতা কমল হাসা﷽ন। ডিএমকে-এর চেন্নাই দক্ষিণের প্ꦦরার্থী থামিঝাচি থাঙ্গাপান্ডিয়ানের সমর্থনে মাইলাপুরের আম্বেদকর পালামে একটি সমাবেশে বক্তৃতা দেন কামাল হাসান । সেখানেই তিনি বলেন, ভারত দ্রাবিড়ীয় মডেল অনুসরণ করলে দেশ আরও উন্নত হবে।
আরও পড়ুন: দু-বার ভেঙেছে বিয়ে, পেশাদার জীবনে ব্যর্থতা! জীবন শ🌳েষ করতে চেয়ে♏ছিলেন কমল হাসান
এদিন ভোটারদের উদ্দেশ্꧋যে তিনি বলেন, ‘একটু ভাবুন কতটা ভালো হতো যদি সারাদেশের মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারেন এবং মাসে ১০০০ টাকা করে পান। একটি সময়ে যখন ছোট ব্যবসা বন্ধ ছিল, বিনামূল্যে বাস যাত্রার ফলে মহিলারা খুবই উপকৃত হয়েছিলেন।’
উল্লেখ্য, এমএনএম হল তামিলনাড়ুর ডিএমকে জোটের শরিক দল। ওঅভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসান মাইলাপুরে ডিএমকে-র দক্ষিণ চেন্নাই প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে এই🧸 মন্তব্য করেন।
কমল হাসান ভোটারদের ডিএমকে দলকে সমর্থন করার আহ্বান জানিয়ে বলেন, ‘জাতির জন্য সমর্থন করুন। আমি যদি ডিএমকের কাছে এই দক্ষিণ চেন্নাই আসনটি চাইতাম তবে আমি এটি পেতাম। তবে আমি এখানে আসনটির জন্য আসিনি। আমি এখানে আমার বোনের জন্য ভোট চাইতে এসেছি। এই আসনে আমাদের বোনকে জিততে হবে। জয়ী হলে অবশ্যই আসব আমাদের জাতির জন্য আমাদের অধিকারের জন্য 𒉰কাজ করতে হবে।’
এরপরেই তিনি দ্রাবিড়ীয় মডেল অনুসরণ করার কথা বলেন। কমল হাসান আরও বলেন, ‘লোকেরা সবসময় বলতে পারে না যে গুজরাট মডেল দুর্দান্ত। তবে দ্রাবিড়ীয় মডেল হল দুর্দান্ত। এর পরে ভারতের উচিত এই ম🍬ডেল অনুসরণ করা।’ একইসঙ্গে কমল হাসান ঐক্যবদ্ধভাবে লড়ার কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে লড়তে হবে।’ কমল হাসান বলেন, দ্রাবিড়ীয় মডেলে মহিলারা মাসে ১০০০ টাকা করে পাচ্ছেন।’ এমএনএম ছাড়াও, ডিএমকে-এর জোটসঙ্গী কংগ্রেস, সিপিআই, সিপিএম সহ অন্যান্য জোট শরিক দলের নেতা কর্মীরাও এদিন প্রচার কর্মসূচিতে অংশ নেন। এমএনএম প্রধান বলেন, ‘এই জোটের পতাকা এখানে উড়ছে। এছাড়া আমাদের চিরকাল একটি পতাকা উত্তোলন করতে হবে। সেটি হল আমাদের জাতীয় পতা𓂃কা।’