আগামী ১ জুন একেবারে শেষ দফায় ভোট রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বারাণসী বা কাশী লোকসভা কেন্দ্রে। আর এই লোকসভা কেন্দ্রে ভোট পেতে নয়া কৌশল অবলম্বন করল বিজেপি। দলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেগঘন চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে এই কেন্দ্রের বিশিষ্ট লোকেদের। সম্ভবত এটিই প্রথমবার যেখানে ভোট পাওয়ার জন্য খোদ প্র🐠ধানমন্ত্রী সাধারণ মানুষকে চিঠি দিচ্ছেন। চিঠিতে বিজেপিকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: ‘নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় ফিরলে দেশের সর্বনাশ, রাম মন্দ♑ির বানিয়ে বদল হয় না’
প্রধানমন্ত্রীর চি൲ঠি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে দলের কর্মীদের। প্রধানমন্ত্রী অনুরোধ করছেন, বিজেপিকে ভোট দিন। চিঠিতে প্রধানমন্ত্রী লিখছেন, ‘আপনি জানেন যে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব চলছে। কাশী লোকসভায় ভোট হবে ১ জুন। কাশীতে সকলের আন্তরিক ভালোবাসা আমাকে এখানকার লোক বানিয়েছে। আমি শুধু একজꦏন সাংসদই নই। নিজেকে কাশীর সন্তান মনে করি।’
চিঠিতে আরও লেখেন, ‘আগামী ১ জুন আপনাদের একটি ভোটের জোরে দেশের ভবিষ্যৎ গড়ে উঠবে। ভারতকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনাদের বড় অবদান রয়েছে। এই ১০ বছরে আমরা যা কিছু করতে পেরেছি তা এক এক করে পূরণ হচ্ছে বাবা বিশ্বনাথের আশীর্বাদে। ২০১৪ সালের নির্বাচন অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। ১ জুন ভোট কেন্দ্রে আসুন। আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের গৌরবকে আরও উচ্চতায় নিয়ে যেতে একসঙ্গে এগিয🔯়ে যাবো🧸।’
জানা যাচ্ছে, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র কৌশল কান্ত সহ দলের মিডিয়া সেলের সদসᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্যরা চিঠিগুলি বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। সব মিলিয়ে বারাণসীর ২০০০ জন বিশিষ্ট ব্যক্তির কাছে এই চিঠি পাঠানো হবে।এরজন্য ১০০ জন বিজেপি কর্মীকে এই কাজে নিযুক্ত হয়েছে। মিডিয়া সেলের প্রবীণ সদস্যরা ব্যক্তিগতভাবে চিঠি হস্তান্তর করার জন্য নিজ নিজ এলাকায় যাচ্ছেন।
কৌশল কান্ত বলেন, ‘বারাণসীতে যাতে ১০০ শতাংশ ভোট পড়ে সেটাই হল আমাদের লক্ষ্য।’ এবিষয়ে এই চিঠি পাওয়া পদ্মশ্রী প্র𝔍াপ্ত অধ্যাপক বশ💃িষ্ঠ ত্রিপাঠি বলেন, ‘নরেন্দ্র মোদী গত ১০ বছরে বিশ্ব মানচিত্রে ভারতকে ক্রমাগত উন্নীত করেছেন। তাঁর নেতৃত্বে আগামী দিনে ভারত উন্নত ভারত হিসেবে পরিচিত হবে এটা নিশ্চিত।’