দেশজুড়ে ৫৪৩ টি কেন্দ্রে চলছে ভোট গণনা। আর তার মধ্যে রয়েছে বাংলার ৪২ টি কেন্দ্র। এর মধ্যে অন্যতম নজরকাড়া হল সন্দেশখালি, সেটা বসিরহাটের অন্তগর্ত আসনটি। ভোট গণনার ঠিক আগে সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র রাজ্য পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন। অভিযোগ, ভোটের ফꦦল বেরনোর পর তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার হুমকি দেওয়া হছে। আর বিজেপি প্রার্থী এমন অভিযোগ তুলেছেন পুলিশের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্𓆏টে আবার স্বস্তি পেলেন রেখা পাত্র, সন্𒁃দেশখালি কাণ্ডে গ্রেফতার আরও সাত
পড়ুনঃ সন্দেশখালিতে শাহজাহান বাহিনীর দাপট, রুখে দাঁড়ালেন রেখা-রা, ইটবৃষ্টি,♕ লাঠিচার্জ করল পুলিশ
উল্লেখ্য, এর আগে সন্দেশখালিতে গণ্ডগোল ও অশান্তির ঘটনায় রেখা পাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ন্যাজাট থানার পুলিশ। সেই স💜ংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী। এর আগের দিনই সেই সংক্রান্ত মামলায় স্বস্তি পেয়েছিলেন বিজেপি প্রার্থী। 🐻কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা উভয়পক্ষের বক্তব্য শোনার পর ন্যাজাট থানার এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। আগামী ৫ জুন পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেয় হাইকোর্ট। তবে হাইকোর্টে স্বস্তি পেলেও এরপরে কার্যত তিনি পুলিশের কাছ থেকে হুমকি পান বলে অভিযোগ।
বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে ভ্যাবলা পলিটেকনিক কলেজের কাউন্টিং হলে। গণনা শুরুর আগেই এদিন বিজেপি নেত্রী কেন্দ্রে এসে পৌঁছন। সেখানে তিনি সংবাদ মাধ্যমের সামনে পুলিশের বিরুদ্ধে এই অ🍨ভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমার বাড়িতে ফোন করে হুমকি দেওয়া হয়েছে যে ভোটের ফল বেরনোর পর আমার বাড়ির সকল সদস্যদের পুড়িয়ে মেরে ফেলা হবে। থানা থেকে পুলিশ গিয়ে এই হুমকি দিয়েছে।’ তবে পালটা রেখার হুঁশিয়ারি, আগে যা হওয়ার হয়েছে এখন আর পুলিশকে তারা ভয় পান না। এদিকে, লোকসভায় জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রেখা। তিনি জানান, এবার তিনি ১০০ শতাংশ জয়ী হবেন। তিনি আরও বলেন, বসিরহাটে ভোট প্রথমের দিকে শান্তিপূর্ণভাবে হলেও পরে তৃণমূল অশান্তি পাকিয়েছে। রাজ্য পুলিশের ভূমিকায় তিনি মোটেও সন্তুষ্ট নন। ভোট গণনা চলাকালীন কোনওভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।