পুরীর জগন্নাথদেবকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির সম্বিত পাত্র। আর সেই মন্তব্যকে হাতিয়ার করে এবার বিজেপির বিরুদ্🦄ধে জোরদার প্রচার শুরু করে দিলেন ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়েক। ঠিক কী হয়েছিল ঘটনাটি?
সূত্রের খবর, জগন্নাথ দেব ও মোদী সম্পর্কে বলতে গিয়ে বেফাঁস বলে ফেলেছিলেন সম্বিত পাত্র। এনিয়ে নবীন পಌট্টনায়🌊ক লিখেছেন, মহাপ্রভূ জগন্নাথদেব এই বিশ্বের ভগবান। আর সেই মহাপ্রভূকে কোনও মানুষের ভক্ত বলাটা ভগবানের প্রতি অপমান। এটা আবেগে আঘাত দিয়েছে। এই ঘটনা কোটি কোটি জগন্নাথভক্তের মনে আঘাত দিয়েছে। গোট বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ওড়িয়াদের ভাবাবেগে আঘাত দিয়েছে।
তিনি লিখেছেন, ‘ভগবান হলেন ওড়িয়া অস্মিতার প্রতীক। সেক্ষেত্রে মহাপ্রভূকে কোনও ব্যক্তির ভক্ত বলাটা 🎉নিন্দাজনক। পুরী লোকসভা কেন্দ্রের বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তার বক্তব্যের তীব্র নিন্দা করছি। আমি বিজেপির কাছে অনুরোধ করছি ভগবানকে যেকোনও রাজনীতির উর্ধে রাখুন। এর মাধ্যমে আপনি ওড়িয়া অস্মিতাকে আঘাত করে♐ছেন। আর এটা দীর্ঘদিন ধরে ওড়িশার মানুষ মনে রাখবেন।’
তবে নবীন প🔯ট্টনায়ে🌞কের এই পোস্টে পরেই এনিয়ে পালটা লিখে নিজের ভুল স্বীকার করেছেন সম্বিত।
তিনি লিখেছেন, ‘নবীনজি নমস্কার! আমি একাধিক মিডিয়া চ্যানেলে একাধিক বাইট দিয়েছি। পুরীতে আজকে নরেন্দ্র মোদী যে রোড শো করেছিলেন তার যে বিরাট সাফল্য তা নিয়ে আমি উল্লেখ করেছি। সবক্ষেত্রে আমি বলেছি যে মোদীজি শ্রী জগন্নাথ মহাপ্রভূর একজন ভক্ত। কিন্তু একটি বাইটে আমি ভুল করে ঠিক তার বিপরীতটা বলে ফেলেছি। আমি জানি যে আপনিও ⛄এটা বুঝতে পারছেন ও বিষয়টি আপনি জানেন। স্যার এটা নিয়ে ইস্যু করবেন না। যে ইস্যুটার কোনও অস্তিত্ব নেই সেটাকে ইস্যু করবেন না। আমাদের সকলেরই নানা সময় স্লিপ অফ ট🐻াং হয়ে থাকে। ধন্যবাদ আর প্রণাম।’ লিখেছেন সম্বিত মহাপাত্র।
জমে উঠেছে ভোটের লড়াই। ওড়িশায় বিজেপি ও বিজেডি এ💯কেবারে মুখোমুখি। ক্রমেই তাদের মধ্য়ে লড়াই আরও তীব্রতর হচ্ছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। এসবের মধ্য়েই সামনে এল জগন্নাথদেবকে কেন্দ্র করে দুপক্ষের মধ্য়ে তীব্র লড়াই। সেখানে এবার সম্🃏বিত পাত্রের একটি বক্তব্যকে হাতিয়ার করলেন নবীন পট্টনায়ক। তবে পরিস্থিতি বেগতিক দেখে এনিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে যাবতীয় বিষয়ের ব্যাখা দিলেন প্রার্থী।