বাম প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন সৃজন ভট্টাচার্য। যাদবপুরের মতো একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র থেকে এবার তাঁকে 💯প্রার্থী করেছে সিপিএম। আর প্রার্থী হওয়ার পর থেকে অভিনব কায়দায় প্রচার চালাচ্ছেন এই বাম নেতা। কখনও পায়ে হেঁটে আবার কখনও মেয়েদের সম🐻স্যা তুলে ধরে তাদের জন্য আলাদা কর্মসূচি করে নজর কেড়েছেন সৃজন ভট্টাচার্য। আর এবার ভোট প্রচারে বেরিয়ে কর্মীদের কাছ থেকেই একের পর এক ‘সারপ্রাইজ’ পেলেন সিপিএম প্রার্থী।
আরও পড়ুনঃ বাড়ি আছে, ব্যাঙ্কে রয়েছে প্রচুর ট༺াকা, কোটিপতি সৃজন! আর কী আছে বাম প্র🃏ার্থীর
আসলে ১২ মে ছিল সৃজনের জন্মদিন। ইতিমধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জন্মদিনের শুভেচ্ছায় ভরে গিয়েছে। আর ভোট প্রচারে বেরিয়েও তার অন্যথা হল না। বরঞ্চ কর্মী সমর্থকদের কাছ থেকে একের পর এক উপহার পেয়ে আপ্লুত হলেন সৃজন। রবিবাসরীয় প্রচারে ভাঙড়ে যান তিনি। এদিন টোটোতে চেপেই প্রচার সাড়েন। বামনহাটা এলাকায় তিনি প্রচারে যেতেই দলের কর্মীরা তাঁর জন্য একটি কেক নিয়ে আসেন। এরপর কর্মীদের আবদার মেটাতে প্রচার থামিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন। কর্মী সমর্থকদের সেই কেক খাওয়ান। কেকের উপরেও কাস্তে-হাতুড়ি আঁকা আর জন্মদিনের শুভেচ্ছা। আর সঙ্গে লেখা ছিল, ‘যাদবপুরে এবার সৃজন’।
এছাড়াও কর্মী সমর্থকদের কাছ থেকে আরক উপহার পান বাম প্রার্থী। প্রচারের ফাঁকেই এক সমর্থকদের কাছে থেকে একটি আঁকা নিজের ছবি 🎉উপহার হিসেবে পান সৃজন। জন্মদিনে ভাঙড় থেকে শুরু করে একাধিক বিধানসভা এলাকায় কর্মসূচি চালান। বামনঘাটা এলাকার কর্মীদের ভালোবাসায় তিনি আপ্লুত বলে দাবি করেন। তিনি বলেন, ‘অন্যান্য দিনের মতোই আজ প্রচারে বেরিয়েছিলাম। আলাদাভাবে জন্মদিন পালন করা꧂ হয় না। সেই বয়সও নেই। তবে এদিন প্রচারের মধ্যে কর্মীরা আমাকে সারপ্রাইজ দিয়েছেন। আমি জানতাম না। খুবই ভালো লেগেছে আমি আপ্লুত। তবে আমি কমরেডদের বলেছি ৪ তারিখ এর থেকেও বড় কেক আমরা কাটব।’
প্রসঙ্গত, ৪ জুন ভোটের ফল প্রকাশ হবে। এই কেন্দ্রে নিজের জয়ের ব্যাপারে তিনি যে ༺আত্মবিশ্বাসী সে কথায় বোঝাতে চেয়েছেন সিপিএম প্রার্থী। তিনি বলেন, ‘প্রচারে বেরিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষের চোখমুখ বলছে তারা যদি কোন বাধা না পান তাহলে বামেদেরকে ভোট দেবেন। যাদবপুরে সিপিএম চমকে দেওয়ার মতো ফল করবে। জেতার জায়গায় আছে।’