ষষ্ঠ দফার ভোটদানপর্ব শেষ হতে না হতেই কেশপুর বিধানসভা এলাকায় পুনর্নির্বাচন দাবি করলেন ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। শনিবার বিকেলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এটা দেখে পশ্চিমবঙ্গ মনে হচ্ছে꧙ না কি? কেশপুরকে পাকিস্তান, আফগানিস্তান বানিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের জেরেই ছাত্রমৃত্যু ঘটে, কর্মসমিতির বৈঠক💫ে শাস্তিতে সিলম🌠োহর
পড়তে থাকুন: ব💃াংলাদেশের সাংসদের দেহ ৮০ টুকরো করতে কত টাকা মিলেছি🍸ল? খুনের তদন্তে নয়া মোড়
শনিবার ভোটগ্রহ๊ণ পর্ব শুরু হতেই অশান্ত হয়ে ওঠে কেশপুর। রাস্তায় অবরোধ করে আগুন জ্বালিয়ে বিজেপি প্রার্থী হিরণের গাড়ি রোখে তৃণমূল। হিরনের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। এমনকী গাড়ির সামনে শুয়ে পড়েন অনেকে। দিনভর কেশপুরের বিভিন্ন জায়গায় হিরণকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল।
🎃এই পরিস্থিতির জন্য দিনের শেষে ক্ষোভ উগরে দেন হিরণ। তিনি বলেন, ‘এটা ভোট হয়েছে না কি? এখ💎ানে তো পাগলু ড্যান্স হয়েছে। আগুন জ্বালিয়ে, লাঠি নিয়ে পাগলুরা ডান্স করেছে। ওরা জানে, এভাবে ভোট না করালে ওরা জিততে পারবে না।’ বলা বাহুল্য হিরণের নিশানায় ছিল তৃণমূল।
আরও পড়ুন: বনকর্মী খুন💫ে ৩ বাংলাদেশি চোর🃏াশিকারি গ্রেফতার, মধু-হরিণের জন্য জলসীমা লঙ্ঘন
হিরণ আরও বলেন, ‘এটা পশ্চিমবঙ্গ বলে মনে হচ্ছে না। পাকিস্তান বা আফগানিস্তান হয়ꦓে গিয়েছে। আমরা কেশপুরে পুনর্নির্বাচন দাবি করছি। কমিশনকে আজই দাবি জানাব।’