শনিবারের বারবেলাতেই দেশের লোকসভা ভোটের দিন ঘোষণা করা হল। একেবারে সাত দফায় ভোট হবে বাংলায়। এবার ত্রিপুরায় ভোটের দিনক্ষণ জেনে নিন। দু দফায় ভোট ♛হবে ত্রিপুরায়।
মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, সাত দফায় ভোট হবে। ১৯ এপ্রিল থেকে🌌 ১ জুন পর্যন্ত ভোট হবে।
এদিকে ত্রিপুরায় ভোট হবে ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় দফায় ভোট হবে ত্রিপুরায়। ত্রিপুরার ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা কর🀅া হচ্ছে। সব মিলিয়ে ভোটকে শান্তিপূর্ণ করাটা এবার বড় চ্যালেঞ্জ।
এদিকে এবার ত্রিপুরায় রাজনৈতিক সমীকরণটা কিছুটা অন্য💃রকম। নানা ঘটনা পরম্পরায় তিপ্রা মোথা ও বিজেপির মধ্য়ে বোঝাপড়া হয়েছ𓆏ে। এর জেরে ভারতের জাতীয় কংগ্রেস ও ইন্ডিয়া জোট এবার কিছুটা হলেও শক্ত চ্যালেঞ্জের মুখে পড়বে।
এদিকে একটা সময় বামেদের শক্ত গড় ছিল ত্রিপুরা। তবে বর্তমানে সেই মিথ কার্যত আর নেই। বর্তমানে সেই ত্রিপুরায় বামেদের ক্ষমতা আগের তুলনায় অনেকটাই কমেছে। সেই সঙ্গেই ক্রমেই সেখানে বৃদ্ধি পেয়েছে বিজেপির শক্ত🙈ি। সেই ত্রিপুরায় এবার ভোট। কার জন্য পরিস্থিতি কতটা অনুকূল তা নিয়ে নানা চর্চা চলছে।
তবে বাংলায় সাত দফায় ভোট হলেও পাশের রাজ্যে ত্রিপুরায় ভোট হবে দু দফায়। সেই সঙ্গেই কর্ণাটক, রাজস্থান ও মণিপুরেও দু দফায় ভোট হবে। তবে উত্তরপ্রদেশ-বিহারের সঙ্গে এক লাইনে বসেছে পশ্চিমবঙ্গ। এই তিন রাজ্যে সাত দফায় ভো﷽ট হবে।
২০১৯ সালে লোকসভা ভোট হয়েছিল সাত দফায়। ১১ এপ্রিল থেকে শুরু করে ১৯ মে পর্যন্ত হয়েছিল ২০১৯ সালের ভোট। ২০১৪ সালে ভোট হয়েছিল ৯টা দফায়। আর এবার ভোট হবে ত্রিপুরায়। বিজেপি শাসিত ত্রিপুরায়। এবার সেই ত্রিপুরায় কংগ্রেস ও সিপিএম কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার।
একটা সময় বাংলার মতোই সিপিএমের গড় ছিল ত্রিপুরা। কিন্তু সেই গড় আজ ভেঙে গিয়েছে অনেকটাই। সেখানে আজ গেরুয়া শিবিরের রমরমা। অতীতে ত্রিপুরায় তৃণমূল কিছুটা প্রভাব ফেলার চেষ্টা করেছিল। কিন্তুꦑ বাস্তবে সেটা সম্ভব হয়নি। এমনকী ত্রিপুরায় তৃণমূলকে গেরুয়া সন্ত্রাসের মুখꦏেও পড়তে হয়েছিল বলে অভিযোগ। এবার লোকসভা ভোটে ত্রিপুরায় কতটা শান্তিপূর্ণভাবে ভোট হয় সেটাও দেখার।