লোকসভা ভোট শেষ হতে না হতেই কয়েক মাসের মধ্যে দেশে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের ফলাফল সদ্য প্রকাশিত হয়েছে। আর এরই মধ্যে আরও দু'টি রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট বেজে গেল। আজ জাতীয় নির্বাচন কমিনের অফিস থেকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। (আরও পড়ুন: কালীপুজোর আগে ক্যাবিনেট বৈঠক, ১৩০০০ কোটি খরচে ডিএ বাড়ানোꦅ হবে তখন?)
আরও পড়ুন: আরজি কর ধর্ষণ ও খুনে সঞ্জয় ছাড়া আর কেউ জড়িত না? সﷺুপ্রিম কোর্টে বড় দাবি CBI-এর
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন একটি দফাতেই অনুষ্ঠিত হবে। ২৮৮ আসন বিশিষ্ট এই রাজ্যে নির্বাচনের নোটিফিকেশন জারি করা হবে ২১ অক্টোবর। সেখানে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর। এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৪ নভেম্বর। মাঝে ৩০ অক্টোবর মনোনয়নের স্ক্রুটিনি পর্ব চলবে। মহারাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর এবং ভোট গণনা ২৩ নভেম্বর। এদিকে ৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ডে এবার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দুই দফায়। প্রথম দফার ভোট হবে ১৩ নভেম্বর এবং দ্বিতীয় দফার ভোট হবে ২০ নভেম্বর। ঝাড়খণ্ডেরও ভোট গণনার দিন ২৩ নভেম্বর। (আরও পড়ুন: তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কඣবে পর্যন্ত বৃষ্টি? কলকাতায় ๊কমবে পারদ?)
আরও পড়ুন: 'CC1'-কে গ্রেফতার করেছে দিল্লি, পান্নুন হত্যা ছকে ভারতের ত🥀দন্তে সন্তুষ্ট♛ আমেরিকা
নির্বাচন কমিশনের তথ্য অনღুযায়ী, মহারাষ্ট্রে ভোটারের সংখ্যা ৯.৬৩ কোটি। সেখানে ১ লাখ ১৮৬টি বুথ থাকবে বিধানসভা ভোটে। এদিকে ঝাড়খণ্ডে ২.৬ কোটি ভোটার। সেখানে বুথের সংখ্যা ২৯ হাজার ৫৬২। গতবার মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনা একসঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল। তবে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দর কষাকষির জেরে জোট ভেঙে যায়। এরপর থেকে মরাঠা রাজনীতিতে সুনামির ঢেউ আছড়ে পড়েছে বেশ কয়েক দফায়। শিবসেনা এবং এনসিপি দু'টুকরো হয়ে গিয়েছে। এদিকে বর্তমানে বিজেপির জোট ক্ষমতায় থাকলেও লোকসভায় পরিসংখ্যান উলটে গিয়েছিল সেখানে। এদিকে ঝাড়খণ্ডে গত বিধানসভা নির্বাচনে বিজেপি এবং আজসুর ঝুলিতে এসেছিল ২৮টি (বিজেপি ২৫, আজসু ৩) আসন। আর জেএমএম-কংগ্রেস জোটের ঝুলিতে এসেছিল মোট ৪৪টি আসন। এর মধ্যে আরজেডি, এনসিপি, সিপিআইএমএল-এরও একটি করে আসন ছিল। জেএমএম একা ৩০টি আসনে জিতেছিল। কংগ্রেস পেয়েছিল ১১টি আসন। তবে গত লোকসভা বিজেপি এখানে ভোল ফল করেছে জেএমএম-কংগ্রেস জোটের থেকে।