মহারাষ্ট্রে এবার ব্লকবাস্টার লড়াই হতে পারে ওরলি আসনে। রিপোর্ট অনুযায়ী, এবারের নির্বাচনে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে ওরলি কেন্দ্রে লড়তে পারেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এদিকে রিপোর্টে আরও দাবি করা হয়েছে, এবারের নির্বাচনে উদ্ধব পুত্র আদিত্য ঠাকরের বিরুদ্ধে শিবসেনা প্রার্থী করতে পারে মিলিন্দ দেওরাকে। উল্লেখ্য, মিলিন্দ কংগ্রেসের ছেড়ে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছিলেন। তিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ। এদিকে মহারাষ্ট্রের বারামতীতেও এবার হেভিওয়েটদের কড়া টক্কর দেখা যেতে পারে। এনসিপি-র প্রধান অজিত পাওয়ার স্বয়ং এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। এই আসনে অজিতের বিরুদ্ধে শরদ পাওয়ার প্রার্থী করতে পরেন যুগেন্দ্র পাওয়ারকে। যুগেন্দ্র হলেন অজিত পাওয়ারের ভাই শ্রীনিবাস পাওয়ারের ছেলে। (আরও পড়ুন: বেতন কমিশনের রিপোর্ট নিয়ো 'লুকোচুরি' জারি, আജইনি গ্যাঁড়াকলে পড়বে মমতার সরকার?)
আরও পড়ুন: তাঁর পদত🧸্যাগ নিয়ে ফের জলঘোলা বাংলাদেশে, এহেন শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন?
আরও পড়ুন: পূর্ব লাদাখে LAC থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়🥀া শুরু ভারত ও চিনে꧃র: রিপোর্ট
এদিকে রিপোর্ট অনুযায়ী, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সিংহভাগ আসন সমঝোতা প্রায় সেরে ফেলেছে মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি জোট। প্রত্যাশা মতো এদিনই সংশ্লিষ্ট আসনগুলিতে কোন রাজনৈতিক দল প্রার্থী দেবে, তা ঘোষণা করল তারা। আপাতত কংগ্রেস, শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিব সেনা - ৮৫টি করে আসনে লড়বে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে, এখনও পর্যন্ত মোট ২৭০টি আসন নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের মোট ২৮৮ আসনের আর ১৮টি আসন নিয়ে আলোচনা জারি রয়েছে। (আরও পড়ুন: ঘূর্ꦚণিঝড়ের জেরে প্রবল বৃষ্টি, শিয়ালদা-হাওড়া থেকে সব লাইনে ছুটছে লোকাল ট্রেন?)
আরও পড়ুন: কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টি চলবে ক﷽তদিন? জানুন দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপ꧙ডেট
আরও পড়ুন: বৃষ্টির সেঞ্চুরি পার শহরে, কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের সামনেই জমে🌊ছে জল
উল্লেখ্য মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন রয়েছে ২৮৮টি। আগামী ২০ নভেম্বর এই কেন্দ্রগুলিতে ভোট 🐼গ্রহণ প্রক্রিয়া সারা হবে। তার জন্য ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ২৮৮টি আসনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৩ নভেম্বর। প্রসঙ্গত, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র বিজেপি জিতেছিল ১০৫টি আসন। শিব সেনা ও কংগ্রেস পেয়েছি𒉰ল যথাক্রমে ৫৬টি এবং ৪৪টি আসন। তারও পাঁচ বছর আগে, অর্থাৎ - ২০১৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি, শিব সেনা এবং কংগ্রেস যথাক্রমে - ১২২টি, ৬৩টি এবং ৪২টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল।