গতকাল হিন্দি বলয়ের তিন রাজ্য এবং দক্ষিণের এক রাজ্যের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে উত্তর ভারতে আরও শক্তি হারিয়েছে কংগ্রেস। দক্ষিণে বিজেপি এখনও দাঁত ফোটাতে অক্ষম। আর আজ উত্তরপূর্ব ভারতের মি𒁏জোরামের ভোটগণনা হল। এই রাজ্যে বিজেপি এবং কংগ্রেস, উভয় দলই তুলনামূলক ভাবে দুর্বল। এই আবহে এই রাজ্য 🍒দখল করল জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম। পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন লালডুহোমা।
MNF-এর থেকে ZPM ২.৭% বেশি ভোট পেয়েছে
রাজ্যে জেডপিএম-এর ভোটের হার ছিল ৩৭.৮৬ শতাংশ। এদিকে এমএনএফ পেয়েছে ৩৫.১০ শতাংশ।  💧;
মিজোরামে ‘পূর্ব-পশ্চিম’ বিভাজন
পূর্ব মিজোরামের প্রায় গোটাটাই দখল করেছে জোরাম পিপলস মু🦩ভমেন্ট। এদিকে পশ্চিম মিজোরামের প্রায় পুরোটাই দখল করেছে এমএনএফ।
মুখ্যমন্ত্রী হতে পারেন লালডুহোমা
মিজোরামের সম্ভাব্য ভাবী মুখ্যমন্ত্রী লালডুহোমা বলেন🌼, ‘আগামিকাল অথবা তার পরে কোনও একদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানানো হবে। চলতি মাসেই🔜 শপথগ্রহণ অনুষ্ঠান হবে।’
২৭ আসনে জিতে মিজোরাম দখল জোরাম পিপলস মুভমেন্টের
২৭ আসনে জিতে মিজোরাম দখল জোরাম পিপলস মুভমেন্টের। আর বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার দল এমএনএফ-এর ঝুলিতে গিয়েছে ১০টি আসন। বিজেপি জিতেছে ২টি আসনে। গতবার গেরুয়া শিবির মিজোরা෴মের ১টি আসনে জিতেছিল। আর কংগ্রেস এবারে পেয়েছে মাত্র ১টি আসন। গতবার সেই আসন সংখ্যা ছিল ৫।
দক্ষিণ মিজোরামে সীমিত থাকল বিজেপি-কংগ্রেস
দুই জাতীয় দল - বিজেপি এবং কংগ্র🧔েস দক্ষিণ মিজোরামেই সীমিত থাকল। বিজেপি সেখানে দু'টি আসনে জয়লাভ করেছে।𓃲 এদিকে কংগ্রেস এগিয়ে আছে একটি আসনে।
৩৪টি আসনের চূড়ান্ত ফল প্রকাশিত
এখনও পর্যন্ত মিজোরামের ৪০টির মধ্যে ৩৪টি আসনের ফল প্রকাশিত হয়েছে। তার 🐠মধ্যে জেডপিএম জয়ী ২৫ আসনে। এমএনএফ জয়ী ৭টি আসনে। এবং বিজেপি জয়ী ২টি আ꧑সনে। এছাড়া ২টি আসনে এগিয়ে জেডপিএম, এমএনএফ এগিয়ে ৩টি আসনে, কংগ্রেস এগিয়ে একটি আসনে।
মিজোরাম দখল জেডপিএম-এর
সরকারি ভাবে ২২টি আসনে জিতে গিয়েছে ৬ দলের সম্মিলিত জোট জেডপিএম। এই রাজ্যে ম্যাজিক ফিগার ২১। এদিকে এখনও আরও ৫টি আসনে এ𒁏গিয়ে জেডপিএম। এদিকে এমএনএফ-এর ঝুলিতে গিয়েছে ৭টি আসন। আরও ৩টি আসনে তারা এগিয়ে।
বিজেপির থেকে ৪ গুণ বেশি ভোট পেয়ে আর্ধেক আসন কংগ্রেসের
বিজেপি মিজোরামে ৫.০৫ শতাংশ ভোট পেয়েছে এবারে। এদিকে কংগ্রেস সেই রাজ্যে ভোট পেওয়েছে ২০.৭৫ শতাংশ। অর্থাৎ, বিজেপির থেকে ৪ গুণ ♍বেশি ভোট পেয়েছে হাত শিবির। তবে আসনের নিরিখে বিজেপির আর্ধেক এসেছে তাদের ঝুলিতে।
মিজোরামে বিপুল সংখ্যাগরিষ্ঠতার পথে জেডপিএম
এদিক ইতিমধ্যেই ১৭টি আসনে জয়ী হয়েছে জেডপিএম। আরও ১০𒉰টি আসনে এগিয়ে তারা। এমএনএফ জয়ী ৬টি আসনে। এছাড়া আরও ৪টি আসনে এগিয়ে তারা। উল্লেখ্য, এই রাজ্যে ম্যাজিক ফিগার ২১।
গতবারের ফলাফলকে ছাপিয়ে গেল বিজেপি
𒀰মিজোরামে গতবারের ফলাফলকে ছাপিয়ে গেল বিজেপি। গতবার একটি🍃 আসনে জিতেছিল গেরুয়া শিবির। আর এবারে তারা জিতল দু'টি আসনে। সঙ্গে একটি আসনে কড়া টক্করও দিয়েছিল তারা। এদিকে কংগ্রেস গতবার ৫টি আসনে জিতেছিল। আর এবার তারা মাত্র একটি আসনে এগিয়ে আছে।
হারলেন মুখ্যমন্ত্রী
আইজল পূর্বের একটি আসন থেকে হেরে গেলেন বিদায়🥃ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। উল্লেখ্য, আইজলের সবকটি বিধানসভা আসনেই জেডপিএম-এর রমরমা দেখা গিয়েছে আজ। উল্লেখ্য, সেই রাজ্যের ৪০টির মধ্যে ১১টি আসনই আইজলে। আর এই ১১টি আসনেই এগিয়ে ▨বা জয়ী জেডপিএম।
ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ফল, মিজোরাম জয়ের পথে জেডপিএম
১০টি আসনে জয় নিশিত হয়েছে জেডপিএম-এর। আরও ১৬টি আসনে এগিয়ে তারা। বিজেপি জয়ী একটি আসনে। আরও একটি আসনে এগিয়ে তারা। এমএনএফ এখন꧅ও একটি আসনে জিতেছে। ১০টি আসনে তারা এগিয়ে আছে। কংগ্রেস এগিয়🌄ে একটি আসনে।
মিজোরামে পায়ের তলার শক্তি বাড়াচ্ছে বিজেপি
একটি আসনে জয় নিশ্চিত করে ফেলল বিজেপি। আনুষ্ঠানিক ভাবে সেই আসনে জয়ী ঘোষিত হয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থী। এর আগে গত নির্বাচনেও এ𒈔কটি আসনে জিতেছিল বিজেপি। এবারে অবশ্য আরও একটি আসনে এগিয়ে বিজেপি। দু'টি আসনই দক্ষিণ মিজোরামে। আরও একটি আসনে দ্বিতীয় স্থানে আছে বিজেপি।
৬টি আসনে আনুষ্ঠানিক ভাবে জয়ী ZPM
৬টি আসনে জয়ের সার্টিফিকেট পেয়ে গিয়েছে জেডপিএম। এদিকে বিজেপি এখন মাত্র দু'টি আসনেই এগিয়ে আছে। কংগ্রেস এগ💖িয়ে ১টি আসনে।
আইজলে জেডপিএম-এর রমরমা
আইজলের সবকটি ব⭕িধানসভা আসনেই জেডপিএম-এর রমরমা। উল্লেখ্য, সেই রাজ্যের ৪০টির মধ্যে ১১টি আসনই আইজলে।
মিজোরামের প্রদেশ কংগ্রেস সভাপতি হারলেন
মিজোরাম🐈ের প্রদেশ কংগ্রেস সভাপতি লালসাওতা হারলেন নিজের আসন থেকে। এই রাজ্যে আপাতত মাত্র𓄧 একটি আসনেই এগিয়ে কংগ্রেস।
হারলেন মিজো ন্যাশনাল আর্মির প্রাক্তন কমান্ডার-ইন-চিফ
ভেঙে যাওয়া সশস্ত্র বাহিনী মিজো ন্যাꦦশনাল আর্মির প্রাক্তন কমান্ডার-ইন-চিফ টাউনলুয়া এমএনএফ-এর✅ টিকিটে লড়ে হেরে গিয়েছেন।
এখনও দু'টি আসনের ফল প্রকাশিত হয়েছে
এখনও পর্যন্ত মিজোরামে আনুষ্ঠানিক ভাবে দু'টি আসনের ফল প্রকাশ করা 🌜হয়েছে। দু'টিতেই জিতেছে জেডপিএম।
আরও পিছিয়ে পড়ল জোরামথাঙ্গার দল
আরও পিছিয়ে পড়ল জোরামথাঙ্গার দল। আপাতত মাত্র ৮টি আসনে এগিয়ে এমএনএফ। ওদিকে ২৭টি আসনে এগিয়﷽ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পথে জেডপিএম।
৩ আসনে এগিয়ে বিজেপি
মিজোরামে আগের বারের থেকে ভালো ফল করার পথে বিজেপি। গতবার বিজেপি ১টি আসনে জয়ী হয়েছিল এই রাজ্যে। এবার তারা এগিয়ে আছে ৩টি আসনে। কংগ্রেস এখন এগিয়ে মা🍬ত্র ১টি আসনে।
পিছিয়ে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা নিজেই
দলের অবস্থা ভালো নয়। এরই মাঝেไ মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা নিজেই প🌠িছিয়ে পড়েছে আইজল পূর্ব আসন থেকে।
মিজোরামে জয় নিশ্চিত করার পথে জেডপিএম
মিজোরামে জয় নিশ্চিত করার পথে জেডপিএম। ইতিমধ্যেই💃 ২৫টি আসনে এগিয়ে গিয়েছে তারা। এমএনএফ ১০-এ আটকে আছে এখনও।
ম্যাজিক ফিগার পার করল ZPM
মিজোরামে সরকার গঠন করতে প্রয়োজন ২১টি আসন। সেই ম্যাজিক ফিগার ꩵপার করে এখন ২২টি আসনে এগিয়ে গেল জেডপিএম। এদ꧃িকে এমএনএফ আটকে আছে ১১টি আসনে। কংগ্রেস এগিয়ে মাত্র ২টি আসনে।
জেডপিএম-কে কিছুটা তাড়া করছে এমএনএফ
জেডপিএম-কে কিছুটা তাড়া করছে এমএনএফ। এখন জেডপিএম এগিয়ে 💜১৫টি আসনে। এমএনএফ এগিয়ে ৯টি আসনে। কংগ্রেস তিনটি আসনেই এগিয়ে।&nbs🧔p;
অনেকটাই এগিয়ে গেল ZPM
১৩টি আসনে এগিয়ে গেল জেডপিএম। জোরামথাঙ্গ🍃ার দল আটকে ৭টি আসনে। কংগ্রেস এগিয়ে ৩টি আসনে।
জোরামথাঙ্গার দলকে পিছনে ফেলল ZPM
পিছিয়ে পড়ল জোরামথাঙ্গ൲র এমএনএফ। ৭টি আসনে এগিয়ে গেল জেডপিএম। 🦂এমএনএফ এগিয়ে ৪টি আসনে। কংগ্রেস এগিয়ে ১টি আসনে।
হাড্ডাহাড্ডি লড়াই দুই মিজো দলের
ভোটগণনা শুরুর আধঘণ্টা পর প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, মিজো ন্যাশনাল ফ্রন্ট ৫টি আসনে এগౠিয়ে। তার পিছনেই আছে জেꦿডপিএম। তারা ৪টি আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে ১টি আসনে।
কী বলছে বুথ ফরত সমীক্ষা?
অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়, এমএনএফ-এর পাল্লা ভারী থাকতে পা🅰রে এই ভোটে। অবশ্য ইন্ডিয়া টুডে অ্যাক্সিস এবং জন কি বাত-নিউজ ১৮ ইঙ্গিত করেছে, জেডপিএম হয়ত এগিয়ে থাকতে পারে কিছুটা। বিজেপি ও কংগ্রেস - দুই জাতীয় দলকে নিয়ে সেরকম আশার আলো দেখা যায়নি কোনও বুথ ফেরত💯 সমীক্ষাতেই।
৪০টির মধ্যে মাত্র ২৩ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি
মিজো ন্যাশনাল ফ্রন্ট, জোরাম পিপলস মুভমেন্ট (৬টি দলের সম্মিলিত জোট) এবং কংগ্রেস এই রাজ্যের ৪০টি আসনেই প্রার্থী দিয়েছে এবারে। তবে বিজেপি প্রার্থী দিয়েছে মাত্র ২৩টি🦂 আসনে। গতবার ৩৯টি আসনে লড়েছিল বিজেপি। এদিকে এবারে বিজেপি ৩ জন মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছে মিজোরামে। এমএনএফ, জেডপিএম এবং কংগ্রেস দু'জন করে মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছিল।
মিজো নির্বাচনে বিজেপির উদ্দেশ্য কী?
এবারের মিজো নির্বাচনে কংগ্রেস নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া। এদিকে স্বভাবতই ক্ষমতা ধরে রাখতে মরিয়া এমএনএফ। আর জোরামথাঙ্গাকে চ্যালেঞ্জ জানাচ্ছে জেডপিএম। এই সবের মাঝেই বিজেপির উ🎀দ্দেশ্য, পরবর্তী সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
মিজোরামে পায়ের তলা থেকে মাটি সরেছে কংগ্রেসের
উত্তরপূর্বের এই রাজ্যে শক্তিশালী ছিল কংগ্রেস। তবে গত নির্বাচনে তাদের আসন সংখ্যা ধস নে🅠মেছিল। মাত্র ৫টি আসন ঝুলিতে ভরে গদিচ্যুত হয়েছিল হাত শিবির। এদিকে ২০১৭ সালে গছিত জোরাম পিপলস পার্টি পেয়েছিল ৮টি আসন। এদিকে গত নির্বাচনে মিজোরামে বিজেপি পেয়েছিল মাত্র ১টি আসন।
MNF বনাম ZPM
৪০ সদস্যের মিজোরাম বিধানসভার ভোট গণনা আজকে। উত্তরপূর্বের এই রাজ্যে লড়াই মূলত জোরামথাঙ্গ🐟ার মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং জোরাম পিপলস মুভমেন্টের মধ্যে। ২০১৮ সালের নির্বাচনে কংগ্রেসকে সরিয়ে এই রাজ্যে সরকার গঠন করেছিল মিএনএফ। সেই সরকারের অংশ ছিল বিজেপিও। তবে মণিপুরে হিংসার পর থেকে দুই দলের দূরত্ব বাড়ে। মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এও বলেন, 'মোদী এসে প্রচার করলে তিনি সেই মঞ্চে উপস্থিত থাকবেন না।'