সিভিক ভলান্টিয়ারদের এমন কাজের সঙ্গে যুক্ত থাকেন যেটা নিয়মের বাইরে। এনিয়ে নানা অভিযোগ উঠেছিল আগেই। এবার পঞ্চায়েত ভোটের আগে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বিসꦇ্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা পুলিশের ইউনিফর্ম পরিয়ে সিভিকদের পুলিশ সাজানো হবে। তারই চেষ্টা চলছে। এমনকী কোথায় কত খাঁকি উর্দি এজন্য় তৈরি হচ্ছে তা নিয়েও হিসেব দেন তিনি।
এদিকে এবারের ভোটে সুরক্ষা সংক্রান্ত কাজে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো যাবে না বলে আগেই জানিয়েছিল কমিশন। কিন্তু বিরোধীদের অভিয⛎োগ, সিভিকদের খাঁকি উর্দি পরিয়ে পুলিশ সাজানোর চেষ্টা হচ্ছে। কার্যত একেবারে বিস্ফোরক অভিযোগ। শুভেন্দু অধিকারী সংবাদমাধ্য়মের সামনে দাবি করেছেন, পুলিশে🅷র উর্দি পরিয়ে সিভিক ভলান্টিয়ারদের মাঠে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি সিভিক ভলান্টিয়ারদের দেওয়ার জন্য বীরভূমে সাড়ে তিন হাজার পুলিশের উর্দি অর্ডার দেওয়া হয়েছে। দাবি শুভেন্দু অধিকারীর।
এদিকে এদিন একাধিক ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের দেখা যায় মনোনয়ন কে๊ন্দ্রের এক কিমির মধ্য়ে ঘুরঘুর করতে। আর দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, শুধু বীরভূমে নয়, বর্ধমানেও খাঁকি উর্দি বানানোর কাজ চলছে। বিরোধীদের দাবি,𓃲 সেই খাঁকি উর্দি দিয়ে এবার সিভিকদের পুলিশ সাজানো হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাম আমলে পুলিশ নিয়ে নানা অদ্ভূত অভিযোগ উঠত। নন্দীগ্রামে হাওয়াই চটি পরা পুলিশের কথাও শোনা যেত। বিরোধীরা সেই সময় অভিযোগ তুলতেন, সিপিএমের হার্মাদরাই নাকি পুলিশের উর্দি গཧায়ে চা💖পিয়ে বিরোধীদের উপর হামলা চালাতেন। তবে বাম নেতৃত্ব এই অভিযোগ বার বারই উড়িয়ে দিতেন। আর এবার তৃণমূল জমানায় সিভিক নিয়ে উঠল বিস্ফোরক অভিযোগ।
তবে ওয়াকিবহাল মহলের মতে, সিভিক ভলান্টিয়ারদের নির্দিষ্ট কাজের কথা বলা রয়েছে। তারা কোনওভাবে🐓ই পুলিশ নন। খাঁকি ইউনিফর্ম পরার কোনও অধিকারও তাদের নেই। পুলিশের মতো আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও সরাসরি তারা লাঠি উঁচিয়ে তেড়ে যেতেও পারেন না। কিন্তু বাস্তবে পরিস্থিতি কিছুটা অন্যরকম হয়।
তবে এবারের ভোটে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা সম্পর্কে নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বাস্তবে কি সেটা দেখা যাচ্ছে? বিরোধীদের দাবি সিভিক ভলান্টিয়ারদের ভোট প্রক্রি💞য়ায় সরাসরি যুক্ত থাকার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। কিন্তু সিভিকরা যদি পুলিশের ইউনিফর্ম পরে নেন তবেই তো সহজ অঙ্ক মিলিয়ে ফেলবে শাসকদল।