গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি মিলিয়ে মঙ্গলবার ২০২৩ পঞ্চায়েত ভোটের ফলাফল গণনা চলছে। সারা রাজ্যের মতোই জജঙ্গলমহলে ভোটের ফলাফল ঘিরে রয়েছে সকলের চোখ। গত ৮ জুলাই ভোটের পর ১১ জুলাই ফলাফল প্রকাশিত হচ্ছে। মাঝে ১০ জুলাই বাংলার একাধিক কেন্দ্রে হয়েছে পুনর্নিবাচন। দেখে নেওয়া যাক, পুরুলিয়া, ওবাঁকুড়া, ঝাড়গ্রামে পঞ্চায়েত ভোটের ফলাফলের চিত্রটা ঠিক কী?
দুপুর ২ টো নাগাদ পাওয়া খবরে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের নিরিখে পুরুলিয়াতে ভোটের আসন মোট ২৪৭৬ টি। সেখানে সব কয়টি আসনে হয়েছে ভোট। ২০১ আসনে পুরুলিয়ায় জিতে গিয়েছে তৃণমূল। তারা ২৭১ টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি জিতে গিয়েছে ৫৮ টি আসনে। তারা ১০৭ টি আসনে এগিয়ে রয়েছে পুরুলিয়ায়। সিপিআই এখানে এখনওᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ খাতা খুলতে পারেনি। এককালের লালদুর্গ পুরুলিয়ায় সিপিআইএম জিতেছে ২৬ টি আসছে, এগিয়ে রযেছে ৮৬ আসনে⛦। কংগ্রেস এখানে ৫ টি আসন দখল করেছে। তারা ৩৪ আসনে এগিয়ে।
(শুভেন্দুর হোম গ্রাউন্ডে পঞ্চায়েত ভোটের ফলাফল কী বলছে? এ🐬কনজরে দুই মেদিনীপুর)
বাঁকুড়ায় গ্রাম পঞ্চায়েত আসন ৩১২৯ টি। স🌸ব আসনে হয়েছে প্রতিদ্বন্দ্বিতা। এখানে দুপুর ২ টোর আগের ফলাফল অনুযায়ী ৯৮ টিতে তৃণমূল জিতেছে, এগিয়ে রয়েছে ৮৮ টি🐠তে। ২৫ টিতে বিজেপি জিতেছে, এগিয়ে রয়েছে ৩১টিতে। সিপিআইএম ১২টিতে জিতেছে এগিয়ে রয়েছে ২১টিতে। কংগ্রেস ১ টিতে জিতেছে এগিয়ে রয়েছে ২ টিতে।
ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েতের নিরিখে মোট আসন সংখ্যা ১০০৭টি। সেখানে সব আসনে হয়েছে পঞ্চায়েত ভোটের লড়াই। এখানে দুপুর ২ টোর আগের ফলাফল 🥃অনুযায়ী, ঝাড়গ্রামে ১৪০ টিতে তৃণমূল জিতেছে ২৮টিতে এগিয়ে। ৩১ টিতে বিজেপি জিতেছে, ১১টিতে তারা এগিয়ে। ৫টিতে সিপিআ🎃ইএম জিতেছে আর ৬টিতে তারা এগিয়ে। বাকিরা ৩৭ টিতে এগিয়ে, আইএনডি ১৮ টি আসন জিতেছে।
দুপুর ২.৩০ মিনিটের পর আসা ভোটের ফল🌸াফল অনুযায়ী দেখা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েত আসনে পুরুলিয়ায় ৪৪৪ টি আসনে জয়ী তৃণমূল, এগিয়ে ১৮৪ তে। বিজেপি এগিয়ে ৭৭ আসনে, জিতেছে তারা ১২৪ টি আসন। ৪৫ আসনে জিতেছে🍃 সিপিআইএম তারা এগিয়ে ৬৩তে। ২৪ আসনে জিতেছে কংগ্রেস। তারা এগিয়ে ২৫ টিতে।
ঝাড়গ্রামে দুপুর ২.৩০ মিনিটের পর আসা ভোটের ফলাফল অনুযায়ী, ২৫৪ আসনে তৃণমূল জিতেছে, ৩০ টিতে এগিয়ে, বিজেপি এগিয়ে ১০টিতে, তারা জিতেছে ৪৬ আসনে। ১০টিতে জিতেছে সিপিআইএম, ৫টিতে তারা এগিয়ে। ক🎉ংগ্রেসের আসন সংখ্যা শূন্য।
বাঁকুড়ায় দুপুর ২.৩০ মিনিটের পর আসা ভোটের ফলাফল অনুযায়ী, ২৭২ আসনে জয়ী তৃণমূল। ৭২টিতে এগিয়ে তারা। ৭১ আসনে দিতেছে বিজ💮েপি। এগিয়ে রয়েছে ২৪ টিতে। ২৯টিতে সিপিআইএম জয়ী, তারা ১💝৪ টিতে এগিয়ে রয়েছে। ২২টিতে কংগ্রেস এগিয়ে রয়েছে, জয়ী ৮ আসনে।
এদিকে, জেলা পরিষদের নিরিখে ঝাড়গ্রামে ১৯ টি আসন। পুরুলিয়ায় ৪৫ টি ও বাঁকুড়ায় ৫৬ টি জেলা পরিষদ রয়েছে। তার মধ্যে শেষ পাওয়া খবর অনুযায়ী বাঁকুড়ায় ১ টিতে জয় তৃণমূলের, ৭ টিতে এগিয়ে। &nbs🐭p;
সর্🌄বশেষ পাওয়া খবর অনুযায়ী, পঞ্চায়েত সমিতির ভোটে ঝাড়গ্রামে ২১০ আসনের মধ্যে ৮০ টিতে জয়ী তৃণমূল, ৯টিতে তারা এগিয়ে। ৩ টিতে জয়ী বিজেপি, ১ টিতে তারা এগিয়ে🍃।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বাঁকুড়ায় ৫৬১ আসনের মধ্য়ে পঞ্চায়েত সমিতিতে তৃণমূলে এগিয়ে ১১টিতে, ৬১ টিতে জয়ী। ২টিতে জয়ী বিজ🌳েপি, ৭টিতে তারা এগিয়ে, সিপিআইএম জয়ী ১টিতে, ৯ টিতে এগিয়ে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পঞ্চায়েত সমিতির ভোটে পুরুলিয়ায় ৪৯৬ আসনে ১১০ আসনে জয়ী তৃণমূল। ৪০ আসনে এগিয়ে তারা। ৬ আসনে জয়ী বিজেপি🍨। ১৩ আসনে তারা এগিয়ে। ৩ আসনে এগিয়ে সিপিআইএম ও ৩ আসনে জয়ী তারা।
সর্বশেষ পাওয়া খবরে জেলা পরিষদের নিরিখে বাঁকꦇুড়ার ৫৬ টি আসনের মধ্যে ১০ টিতে জয়ী তৃণমূল, তারা এগিয়ে ৩টিতে। পুরুলিয়ায় ৬টিতে এগিয়ে তৃণমূল। ꦿ;
রাত ৯ টার পর , পুরুলিয়ায় গ্রাম পঞ্চায়েতের আসনে ১৩৭৯ এ জয়ী তৃণমূল তারা এগিয়ে ৫৯ আসনে। ৩৮৪টি আসনে জয়ী বিজেপি তারা এগিয়ে ২২ আসনে। সিপিআই ১ আসনে জয়ী,🦩 ১১৮ আসনে জয়ী সিপিআইএম। ৬টিতে তারা এগিয়ে। ১০৯ আ𝔉সনে জয়ী কংগ্রেস, এগিয়ে ১টিতে।
রাত ৯ টার পর, বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের আসনে ১০৪৭ আসনে জয়ী তৃণমূল কংগ্রﷺেস। ১২৪ টিতে তারা এগিয়ে। ৩৫ꦰ২ আসনে জয়ী বিজেপি, তারা এগিয়ে ৬৩টিতে। সিপিআইএম ৯৯টিতে জয়ী এগিয়ে ৩৫ টিতে। ৬টিতে জয়ী কংগ্রেস।
রাত ৯ টার পর, ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েত আসনেℱ ৬২২টি আসনে জয়ী তৃণমূল। ৫টিতে তারা এগিয়ে। ১১৮ টিতে বিজেপি জয়ী। ২টিতে এগিয়ে। ১ টি 𝔉আসনে জয়ী সিপিআই। সিপিআইএম জয়ী ২২টিতে। তারা এগিয়ে ১টিতে।