চলতি মাসে উত্তরপ্রদেশের ৯টি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। সেই উপনির্বাচনকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপি এবং বিরোধী সমাজবাদী পার্টি। একদিকে, ৯টি আসন যেমন ধরে রাখতে চাইছে বিজেপি, অন্যদিকে সেগুলিতে ভালো ফল করতে চায়ছে সমাজবাদী পার্টি꧂। এই অবস্থায় বিজেপির স্লোগানের পাল্টা স্লোগান দিয়ে ♌মাঠে নেমে পড়েছে অখিলেশ যাদবের দল। বিজেপির ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ স্লোগানের পাল্টা এখন সমাজবাদী পার্টি ‘জুড়েঙ্গে তো জিতেঙ্গে’ স্লোগান তুলে উত্তরপ্রদেশ নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ায় UP-তে বিজেপি ক্ষমতায় ফিরবে না, SP নেতার মন্তব্য☂ে বিতর্ক
মূলত হিন্দু সমাজের ভোট ভাগাভাগি রুখতে 👍হরিয়ানার ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’-এর স্লোগান দেন।🐻 এই স্লোগানের মাধ্যমে বিজেপির বক্তব্য, হিন্দু সমাজের বিভাজন আসলে হিন্দুদের মৃত্যুর কারণ হবে। এই স্লোগানকে সমর্থনও করেছে আরএসএস।
পাল্টা প্রচারে এসপি শিবিরের বক্তব্য, বিজেপিতে হানাহানিতে বিশ্বাস করে। আর সমাজবাদী পার্টি বিশ্বাস করে ভ্রাতৃত্বে বিশ্বাস করে। সেই কারণে বিজেপি-বিরোধী সব শক্তিকে এক ছাতার তলায় নিয়ে আসার লক্ষ্যে নতুন এই স্লোগান দেওয়া হয়েছে সমাজবাদী পার্টির তরফে। লখনউয়ের বেশ কয়েকটি জায়গায় এসপি-র নতুন স্লোগানের পোস্টার লাগানো হয়েছে। সমাজবাদী পার্টি দাবি করেছে, ‘জুড়েঙ্গে তো জিতেঙ্গে’ স্লোগানের মধ্যে ইতিবাচক শক্তি রয়েছে। কারণ এটি মানুষকে একত্রিত করার এবং বিজয়ের কথা বলে। এক্স হ্যান্ডেলে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লেখেন, ‘বিজেপির স্লোগানের নেতিবাচক অর্থ রয়েছে যা তাদের হতাশা এবং ব্যর্থতার প🤡্রতীক।’ অখিলেশ যোগ করেছেন, বিজেপির ভোটার আস্তে আস্তে মাটি হারাচ্ছে। সেই কারণেই দলটি এই ধরনের স্লোগান ব্যবহার করছে ভয় দেখানোর জন্য।
উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার প্রেক্ষাপটে যোগী আদিত্যনাথ প্রথম ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ স্লোগান ব্যবহার করেছিলেন। এসপি প্রধান বলেছেন,🧸 যে বিজেপির স্লোগানটি দেশের অন্যতম খারাপ স্লোগান হিসাবে স্মরণ করা হবে। তিনি বিজেপিকে পরামর্শ দিয়েছেন যে তাদের উপদেষ্টাদের প্রতিস্থাপন করা উচিত। এসপির আর এক নেতা বলেন, বিজেপি-আরএসএসের স্লোগানগুলি শুরু থেকেই ভয়, ঘৃণা এবং বিশ্বাসের নেতিবাচক অনুভূতিকে কাজে লাগানোর জন্য তৈরি করা হয়েছে। তবে সমাজবাদী পার্টির স্লোগান সমাজতান্ত্রিক আদর্শ এবং ভবিষ্যতবাদী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।