সামনের বছরই লোকসভা নির্বাচন। হাতে আর বেশি সময় নেই। বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে ঘর গোছাতে শুরু করেছে। তবে আগামীদিনে বিরোধীরা আদৌ জোট করতে পারবে কি না সেই প্রশ্নটা থেকেই গিয়েছে। সম্প্রতি ইন্ডিয়া টুডে- সি ভোটার একযোগে এক♔টি সমীক্ষা চালিয়েছিল। সেখানে মোটামুটি ১ লাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚখ ৪০ হাজার ভোটারের সঙ্গে কথা বলা হয়েছিল।
সেই সমীক্ষায় একাধিক চমকপ্রদ তথ্য় উঠে এসেছে। দেখা যাচ্ছে ফের কেন্দ্রে বিজেপি পরিচালিত এনডিএ সরকার ক্ষমতায় আসতে পারে। তবে কিছু রাজ্যে বড় ধাক্কা খাবে বিজেপি। অন্তত তিনট💧ি রাজ্যে বিজেপির আসন কমতেꦛ পারে। উল্লেখযোগ্যভাবে সেখানে কংগ্রেস পরিচালিত ইউপিএর ক্ষমতা বৃদ্ধি পেতে পারে।
বলা হচ্ছে বিহার, 😼কর্নাটক ও মহারাষ্ট্রে ব🌼িজেপি বড় ধাক্কা খেতে পারে। সমীক্ষা অনুসারে কর্নাটকে ১৭টি আসন পেতে পারে ইউপিএ। এদিকে গত লোকসভা ভোটে কর্নাটকে মাত্র ২টি আসন পেয়েছিল ইউপিএ।
মহারাষ্ট্রে এবার ইউপিএর ঝুলিত🐓ে অন্তত ৩৪টি আসন যেতে পারে। তবে গত লোকসভায় 🍌এই রাজ্য থেকে মাত্র ৬টি আসন পেয়েছিল ইউপিএ।
সমীক্ষা বলছে এবার বিহারে ব𝄹িরাট ধাক্কার মুখে পড়তে পারে বিজেপি। সেখানে অন্তত ২৫টি আসন পেতে পারে ইউপিএ। এই রাজ্যেই বিজেপির হাত ছেড়ে নীতীশ কুমার আরজেডির হাত ধরেছে।
যোগী রাজ্যে এবারের ভোটে ঠিক কী হতে পারে?
ভারতে একটা সময় ইউপি সরণী ধরেই প্রধানমন্ত্ꩵরী পদে বসেছিলেন মোদী। এবার কী হবে উত্তরপ্রদেশে? সমীক্ষা বলছে, ৮০টি আসনের মধ্যে ৭০টি আসন পেতে পারে এনডিএ। এখানে ইউপিএর কপালে দুঃখ রয়েছে বলেই মনে করা হচ্ছে।
তꦬবে তা🅰ৎপর্যপূর্ণভাবে এবার অসম তেলেঙ্গানা এমনকী বাংলাতেও আসন বাড়তে পারে এনডিএর।
সমীক্ষায় উল্লেখ করা হয়েছে,পশ্চিমবাংলায় এনডিএ ২০টি আসন পেতে পারে। ১২টি আসন পেতে পারে অসমে। তেলেঙ্গানায় এনডিএর ঝুলিতে যেতে পারে ৬টি আসন। তবে এখানে উল্লেখিত সবকটি তথ্যই নির্দিষ্ট সমীক্ষার ভিত্তিতে করা। পরিবর্তিত পরিস্থিতিতে এই আসন প্রাপ্তির ক্ষেত্রে অনেক রদবদলও হতে পারে।ﷺ এমনটাই মত অভিজ্ঞ মহলের।
তবে তাৎপর্যপূর্ণভাবে বাংলার সম্ভাব্য ফলাফল নিয়ে এ♌বার বড় ইঙ্গিত দেওয়া হয়েছে সমীক্ষার রিপোর্টে। সেখানে বিজেপির জন্য রয়েছে অত্যন্ত খুশির খবর।