পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও ৩টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল তামিলনাড়ু। গত ৬ এপ্রিল সেরাজ্যে অনুষ্ঠিত হয় ১৬তম বিধানসভা নির্বাচন। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভার ম্যাজিক ফিগার ১১৮। উল্লেখ্য, এই প্রথম দ্রাবিড় রাজনীতির দুই স্তম্ভ, এম করুণানিধি এবং জে জয়ললিতা বিহীন ভোটযুদ্ধ দেখল তামিলনাড়ু। করোনা আবহে এবারের নির্বাচন সেরাজ্যে ভোট পড়ে ৭২.৮১꧙ শতাংশ।
দাগ কাটতে ব্যর্থ এমএনএম, এমএমকে
মাত্র একটি করে আসনে এগিয়ে এমএনএম, এমএমকে
৮৯টি আসনে এগিয়ে এআইএডিএমকে
১০০-র গণ্ডিও পার করতে 🦹পারল না এআইএডিএমকে-বিজেপি জোট।
১৪০টি আসনে এগিয়ে ডিএমকে
এআইএডিএমকে-কে অনেকটাই পিছনে ফেলে দিয়ে ১৪🥀০ আসনে এগিয়ে ডিএমকে।
করোনা বিধি মেনে উল্লাস থামাল ডিএমকে সমর্থকরা
নির্বাচন কমিশনের নি🦋র্দেশিকা মেনে বিজয় মিছিল থামালেন ডিএমকে সমর্থকরা।
করোনা আবহে বিজয় মিছিল করতে বারণ করলেন স্ট্যআলিন
জয় নিশঅচিত হতেই সমর্𒊎থকদের করোনা নিয়ে সতর্ক করে বিজয় মিছিল করা থেকে বিরত থাকতে বললেন এমকে স্ট্যালি🃏ন।
ডিএমকে সমর্থকদের উল্লাস
প্রাথমিক ফল প্রকাশ হতেই রাস্তায় নাম🍒লেন ডিএমকে প্রার্থীরা।
এগিয়ে স্ট্যালিন পুত্র
চেপক আসনে এগিয়ে উদয়নিধি স্ট্যালিন।
এগিয়ে স্ট্যালিন
কোলাথুর আস💯নে এগিয়ে রয়েছেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন
পিছিয়ে বিজেপির সেলিব্রিটি প্রার্থী খুশবু সুন্দর
ডিএমকে প্রার্থীর কাছে পিছিয়ে 𒊎পড়েছꦦেন বিজেপির সেলিব্রিটি প্রার্থী খুশবু সুন্দর।
১৩৬টি আসনে এগিয়ে ডিএমকে
১৩৬টি আসনে এগিয়ে🦹 গেল ডিএমকে। অপরদিকে মাত্র ৯৬ আসনে এগিয়ে এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ।
কোয়াম্বাতুর থেকে এগিয়ে কমল হাসান
কোয়াম্বাতু𓆏র দক্ষিণ কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেꦓন এমএনএম কমল হাসান
সেঞ্চুরি পার ডিএমকে-র
তামিলনাড়ুতে এখনও পর্যন্ত ১০৬টি আসনে এগিয়ে ডিএমকে৷ অন্যদিকে ৮৬✅টি আসনে এগি🤡য়ে এডিএমকে৷ অনান্যরা এগিয়ে ৩টি আসনে৷
গণনা কেন্দ্রে উদয়নিধি স্ট্যালিন
চেপকের ডিএমকে প্রা📖র্থী উদয়নিধি স্ট্যালিন ভোট গণনা কেন্দ্রে পৌঁছলেন।
হাফ সেঞ্চুরি ডিএমকে-র
৫২ আসনে এগিয়ে গেল ডিএমকে-কংগ্রেস জোট। অপরদিকে এআইএডিএম൲কে-বিজেপি জোট এগিয়ে মাত্র ৩৩টি আসনে।
এএমএমকে জোট এগিয়ে একটি আসনে
দিনাকরণের নেতৃত্বাধীন এমএমকে জোট একটি আসনে এগিয়ে।
২২টি আসনে এগিয়ে ডিএমকে
পোস্টাল ব্যালটের গণনা চলছে। ২২টি আসনে এগিয়ে ডিএমকে জোট। এআইএডিএমকে নে♓তৃত্বাধীন এনডিএ এগিয়ে ১০টি আসনে।
প্রাথমিক ভাবে এগিয়ে ডিএমকে
প্রাথমিক ভাবে গণনা শুরু হতে দেখা গেল ৫টি আসনে এগিয়ে ডিএমকে জোট, একটিতে এগিয়ে এআইএডি🦹এমকে জোট।
শুরু হল ভোট গণনা
পোস্টাল ব্যালট দিয়ে শুরু হল ভোট গণনা
নজর রাখুন কেরল নির্বাচনের ফলাফলের উপর
Kerala 🌌Election Results 2021 LIVE: অক্ষত থাকবে দেশের শেষ লালদুর্গ?
সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা
প্রস্তুতি তুঙ্গে, এরাজ্যের ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থ😼েকে
বুথফেরত সমীক্ষা
প্♒রায় সবকটি বুথফেরত সমীক্ষা দাবি করেছে যে দশ বছর পর ফের তামিল ম꧃সনদে বসতে চলেছে ডিএমকে।
ভোট পড়েছে ৭২.৮১ শতাংশ
করোনা আবহে এবারের নির্বা๊চন সেরাজ্য☂ে ভোট পড়ে ৭২.৮১ শতাংশ।
তামিলনাড়ুর ম্যাজিক ফিগার
২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভার ম্যাজিক ফিগার 🤪১১৮।