তৃণমূল কংগ্রেসেরꦉ প্রার্থী অরুণﷺাভ সেন ৩০ হাজার ১২০ ভোটে জয়ী হয়েছেন।
এই বিধানসভায় এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন অরুণাভ সেন (রাজা)। এই কেন্দ্রে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন অনুপম মল্লিক। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএ🐎ফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিএমের বসির আহমেদ।
হাওড়া জেলায় পোড়ামাটির 🦹কারুকার্য—সহ অনেক প্রাচীন মন্দিরের অস্তিত্ব 🍃রয়েছে। প্রাচীন জৈন, বৌদ্ধ বা হিন্দু সাহিত্যে হাওড়া অঞ্চলের সুনির্দিষ্ট উল্লেখ নেই। গ্রিক বা চিনা লেখকদের রচনায় এই অঞ্চলের কোনও বিবরণ পাওয়া যায় না। তবে গবেষকদের ধারণা, প্রাচীনকালে রাঢ়ের অন্তর্গত সুহ্ম অঞ্চলের দক্ষিণাংশ হাওড়া ও অবিভক্ত মেদিনীপুর জেলা নিয়ে গঠিত ছিল।
প্রাচীনকালে এই হাওড়া জেলায় ছিল ভুরশুট রাজ্য। এটি ছিল অধুনা 🍌ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া ও হুগলি জেলার অন্তর্গত একটি প্রাচীন ও মধ্যযুগীয় রাজ্য। রাঢ় অঞ্চলের দক্ষিণাঞ্চলে ভুরশুট রাজ্যটি স্থাপিত হয়েছিল। এই রাজ্যের অধিবাসীরা ‘ভুরিশ্রেষ্ঠী’ নামে পরিচিত ছিল। এরা ছিল মূলত বণিক। এদের নামানুসারেই রাজ্যের নামকরণ হয় ‘ভুরশুট’। বাগনান হাওড়া জেলার একটি বিধানসভা কেন্দ্র।
সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১৮০ নম্বর বাগনান বিধানসভা কেন্দ্রটি বাগনান-২ সমষ্টি উন্নয়ন ব্লক ও বাগনান-১, বাগনান-২, বাঙালপুর, হাতুরিয়া-১, হাতুরিয়া-২ ও খালোর গ্রাম পঞ্চায়েত যুক্ত হয়। এই ৬টি গ্রাম পঞ্চায়েত বাগনান-১ সমষ্টি উন্নয়ন ব্লকের অংশ ☂ছিল। বাগনান বিধানসভা কেন্দ্র ২৬ নম্বর উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরুণাভ সেন (রাজা)জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৭,৮৩৪৷ দ্বিতীয় স্𒈔থানে ছিলেন সিপিএম প্রার্থী মীনা মুখোপাধ্যায় ঘোষ৷ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৬৭,৬৩৭৷ তৃণমূল প্রার্থী অরুণাভ সেন(রাজা) তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী মীনা মুখোপাধ্যায় ঘোষকে ৩০ হাজার ১৯৭ ভোটে পরাজিত করেছিলেন।