এই বিধা𝐆নসভায় এবারের তৃণমূল কংগ্রেসের প্রার✃্থী হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী পুলককান্তি গুড়িয়া। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিএমের আশিস গুছাইত।
মেদিনীপুর বিভাগের একটি জেলা পূর্ব মেদিনীপুর। এই জেলার উত্তরে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা রয়েছে। পূর্বে হুগলি নদী ও দক্ষিণ ২৪ পরগনা জেলা আর দক্ষিণে ജবঙ্গোপসাগর ও পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও ওড়িশা রাজ্য অবস্থিত। চণ্ডীপুর এই জেলার একটি বিধানসভা কেন্দ্র। আগামী ১ এপ্রিল চণ্ডীপুরে ভোটগ্রহণ হবে।
২০১৬ সালের বিধানসভা নির্বা꧋চনে এই কেন্দ্র🍨ে তৃণমূলের প্রার্থী অমিয়কান্তি ভট্টাচার্য জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৫,৯৮২৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের মঙ্গলচন্দ প্রধান৷ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৮৬,৩২৮৷ তৃণমূলের প্রার্থী অমিয়কান্তি ভট্টাচার্য তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের মঙ্গলচন্দ প্রধানকে ৯,৬৫৪ ভোটে পরাজিত করেছিলেন।
২০১১ সালের বিধানসভা নি⛎র্বাচনে তৃণমূল কংগ্রেসের অমিয়কান্তি ভট্টাচার্য তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের বিদ্যুৎ গুছাইতকে পরাজিত করেন। অমিয়ের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৮৮,০১০৷ ওদিকে সিপিআইএমের বিদ্যুৎ গুছাইতের প্রাপ্ত ভোট সংখ্যা 🌃ছিল ৭৬,৩০১ টি৷