কয়েকটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করছে বামফ্রন্ট। তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং কংগ্র𝔍েসের প্রার্থী তাল🐎িকা এখনও প্রকাশ করা হচ্ছে। একনজরে দেখে নিন তালিকা -
বালি - দীপ্সিতা ধর, পাঁচলা - ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, উলুবেড়িয়া পূর্ব - ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ডোমজুড় - উত্তম বেরা, উত্তরপাড়া - রজত বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুর - সৃজন ভট্টাচার্য, চꦉাঁপদানি - কংগ্রেস, বাসন্তী - সুভাষ নস্কর (আরএসপি)।
যাদবপুর - সুজন চক্রবর্তী, কসবা - শতরূপ ঘোষ, টালিগঞ্জ - দেব🦹দূত ঘোষ, বেহালা পশ্চিম - নীহার ভক্ত, সোনারপুর উত্তর - মোনালিসা সিনহা, বেহালা পূর্ব - শমিতা হর চৌধুরী, চণ্ডীতলা - মহম্মদ সেলিম, রায়দিঘཧি - কান্তি গঙ্গোপাধ্যায়, শিলিগুড়ি - অশোক ভট্টাচার্য, নন্দীগ্রাম - মীনাক্ষী মুখোপাধ্যায়।
দিনহাটা - আবদুর রউফ, নাটাবাড়ি - আবির হাসান (ফরোয়ার্ড ব্লক), কামারহাটি - সায়নদীপ মিত্র, বিধাননগর - কংগ্রেস, রাজারহাট-গোপালনগর - সপ্তর্ষি দেব, মধ্যমগ্রাম - চূড়ান্ত হয়নি এখনও, দেগঙ্গা - চূড়ান্ত হয়নি এখনও, হাড়োয়া - ইন্ডি🗹য়☂ান সেকুলার ফ্রন্ট, সন্দেশখালি - ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বসিরহাট উত্তর - ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বসিরহাট দক্ষিণ - কংগ্রেস, হিঙ্গলগঞ্জ - রঞ্জন মণ্ডল।
খণ্ডঘোষ - অসীমা রায়, বর্ধমান দক্ষিণ - পৃথা তা, রায়না - বাসুদেব খান, জামালপুর - সমর💦 হাজরা, মন্তেশ্বর - চূড়ান♋্ত হয়নি এখনও, কালনা - নীরব খাঁ, মেমারি - সনত্ বন্দ্যোপাধ্যায়।
দমদম - পলাশ দাস, হেমতাবাদ - ভূপেন্দ্রনাথ বর্মন, কালিয়াগঞ্জ - কংগ্রেস, রায়গঞ্জ - কংগ্রেস, ইটাহার - শ্রীকুমার মুখোপাধ্যায় (সিপিআই), করিমপুর - প্রভাব মজুমদার, তেহট্ট - সুবোধ বিশ্বাস, পলꩲাশিপাড়া - এসএম সাদি, কালীগঞ্জ - কংগ্রেস, নাকাশিপাড়া - শুক্লা সাহা চক্রবর্তী, চাপড়া - ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কৃষ্ণনগর উত্তর - কংগ্রেস, নবদ্বীপ - স্বর্ণেন্দু সিং, কৃষ্ণনগর দক্ষিণ - সুমিত বিশ্বাস, বাগদা - কংগ্রেস, বনগাঁ উত্তর - এখনও চূড়ান্ত হয়নি, বনগাঁ দক্ষিণ - প্রীতিকুমার রায়।
দমদম উত্তর - তন্ময় ভট্টাচার্য, ভাতার - নজরুল হক, পূর্বস্থলী দক্ষিণ - কংগ্রেস, পূর্বস্থলী উত্তর - প্রদীপ সাহা, কাটো✤য়া - কংগ্রেস, কেতুগ্রাম - মিজানুর করিম, মঙ্গলকোট - শাহাজান চৌধুরী, আউশগ্রাম -চঞ্চল মাঝি, গলসি - নন্দ পণ্ডিত (ফরোয়ার্ড ব্লক)।
কুমারগঞ্জ - কংগ্রেস, বালুরঘাট - সুচেতা বিশ্বাস (আরএসপি♏), তপন - রঘু ওঁরাও (আরএসপি), গঙ্গারামপুর - নন্দলাল হাজরা, হরিরামপুর - রফিকুল ইসলাম, হবিবপুর - ঠাকুর টুডু, গাজোল - অরুণ বিশ্বাস, চাঁচল - কংগ্রেস, হরিশ্চন্দ্রপুর - কংগ্রেস, মালতীপুর - কংগ্রেস, রতুয়া - কংগ্রেস, ফরাক্কা - কংগ্রেস, সামসেরগঞ্জ - এখনও চূড়ান্ত হয়নি (সিপিআইএমের জন্য), জঙ্গিপুর - প্রদীপ নন্দী (আরএসপি), রঘুনাথগঞ্জ - কংগ্রেস, সাগরদিঘি - কংগ্রেস, সুতি - কংগ্রেস, ভগবানগোলা - 🍌কামাল হোসেন, লালগোলা - কংগ্রেস, মুর্শিদাবাদ - কংগ্রেস, নবগ্রাম - কৃপালিনী ঘোষ, রানিনগর - কংগ্রেস।
কলকাতা বন্দর - কংগ্রেস, ভবানীপুর - কংগ্রেস, রাসবিহারী - কংগ্রেস, বালিগঞ্জ - ফ𒊎ুয়াদ হালিম, পাণ্ডবেশ্বর - সুভাষ বাউরি, দুর্গাপুর পূর্ব - আভাস রায়চৌধুরী, দুর্গাপুর পশ্চিম - কংগ্রেস, রানিগঞ্জ - হেমন্ত প্রভাকর, জামুড়িয়া - ঐশী ঘোষ, বারাবনি - কংগ্রেস।
মানিকচক - কংগ্রেস, মালদহ - কংগ্রেস, ইংরেজবাজার - কৌশিক মিশ্র, মোথাবাড়ি - কংগ্রেস, সুজাপুর - কংগ্রেস, বৈষ্ণবনগর - কংগ্রেস, খড়⭕গ্রাম - কংগ্রেস, কান্দি - কংগ্রেস, রেজিনগর - কংগ্রেস, বেলডাঙা - কংগ্রেস, হরিহরপাড়া - কংগ্রেস, নওদা - কংগ্রেস, ডোমকল - মোস্তাফিজুর রহমান, জলঙ্গি - সইফুল ইসলাম মোল্লা, চৌরঙ্গী - কংগ্রেস, এন্টালি - ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বেলেঘাটা - রাজীব বিশ্বাস, জোড়োসাঁকো - কংগ্রেস, শ্যামপুকুর - জীবন সাহা (ফরোয়ার্ড ব্লক), মানিকতলা - রূপা বাগচী, কাশীপুর-বেলগাছিয়া - প্রতীক দাশগুপ্ত, দুবরাজপুর - বিজয় বাগদি (ফরোয়ার্ড ব্লক), সিউড়ি - কংগ্রেস, বোলপুর - তপন হোড় (আরএসপি), নানুর - শ্যামলী প্রধান, লাভপুর - সৈয়দ মফিজুল করিম, সাঁইথিয়া - মৌসুমি🌼 কোনাই, ময়ূরেশ্বর - ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, রামপুরহাট - সঞ্জীন বর্মন, হাসান - কংগ্রেস, নলহাটি - দীপক চট্টোপাধ্যায় (ফরোয়ার্ড ব্লক), মুরারই - কংগ্রেস।