এই কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন রাজেশ লাকড়া (টাইগার)। এই আসনে 🦋বিজেপির তরফে দাঁড়াচ্ছেন মনোজ টিগ্গা। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন আরএসপির সুভাষ লোহার।মাদারিহাট আসনটি তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত।
আলিপুরদুয়ার পুরসভা এবং মাদারিহাট–বীরপাড়া, আলিপুরদুয়ার–১, আলিপুরদুয়ার–২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম–এই ছয়টি ব্লক নিয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়। এই জেলায় ৬৬টি গ্রাম পঞ্চায়েত ও ৯টি সেনসাস টাউন আছে। জেলার সদর আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলার থানাগুলি হল আলিপুরদুয়ার, শামুকতলা, কুমারগ্রাম, ফালাকাটা, কালচিনি, জয়গাঁ, মাদারিহাট ও বীরপাড়া। এই জেলায় ভারতের দু’টি জাতীয় উদ্যান আছে - বক্সা ও জলদাপাড়া জাতীয় উদ্যান। আলিপুরদুয়ার পুরসভা ছাড়াও🔴 এই জেলায় ছ’টি ব্লকের অধীনে ন’টি সেনসাস টাউন ও ৬৬টি গ্রামপঞ্চায়েত আছে।
মাদারিহাট বিধানসভা কেন্দ্র আলিဣপুরদুয়ার জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই আসনটি তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ১৪ নম্বর মাদারিহাট (তফসিলি উপজাতি) বি🍎ধানসভা কেন্দ্রটি মাদারিহাট—বিরপাড়া সিডি ব্লক ও বিন্নাগুড়ি, সাকোয়াঝোড়া-১ গ্রাম পঞ্চায়েতগুলি ধুপগুড়ি সিডি ব্লকের অন্তর্গত। মাদারিহাট (তফসিলি উপজাতি) বিধানসভা কেন্দ্রটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের (তফসিলি উপজাতি) অন্তর্গত।
২০১৬ সালের বিধান꧑সভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী হয়েছিলেন৷ তাঁর🔴 প্রাপ্ত ভোট ছিল ৬৬,৯৮৯৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী পদম লামা। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৪৪,৯৫১৷ বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী পদম লামাকে ২২,০৩৪ ভোটে পরাজিত করেন।
২০১১ সালের নির্বাচনে আরএসপি'র কুমারী কুজুর বিজেপির মনোজ টিগ্গাকে পরাজিত করেছিলেন। ২০০১ ও ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে আরএসপির কুমারী কুজুর জিতেছিলেন। ১৯৯৬ সালে আরএসপ💖ির সুশীল কুজুর কংগ্রেসের পুষ্পারানি লিলি কিন্ডো, ১৯৯১ সালে কংগ্রেসের টুনা টোপো, ১৯৮৭ ও ১৯৮২ সালে কংগ্রেসের জগৎ বারিয়াকে পরাজিত করেছিলেন। ১৯৭৭ সালে আরএসপির এ.এইচ.বেস্টারআইচ কংগ্রেসের ধীরেন্দ্র নারজিনারিকে এই আসনে পরাজিত করেছিলেন। ১৯৬৯, ১৯৭১ ও ১৯৭২ সালে এই আসনে জিতেছিলেন 💟আরএসপির এ.এইচ.বেস্টারআইচ।১৯৬৭ সালে কংগ্রেসের ডিএন রাই জিতেছিলেন। ১৯৬২ সালে আরএসপির এ.এইচ.বেস্টারআইচ এই আসনে জয়ী হয়েছিলেন।