নির্বাচনের ফল আশানুরুপ না হলেও পশ্চিমবঙ্গে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছে বিজেপি। রাজ্যে মতাদ♑র্শগত অক্ষ নাড়িয়ে দিয়েছে তারা। পশ্চিমবঙ্গ ছেড়ে যাবে না বিজেপি নেতৃত্ব। রবিবার বিধানসভা নির্বাচনে ফলাফলের চিত্রটা স💧্পষ্ট হতে এমনই জানালেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য।
মালব্য বলেন, ‘রাজ্যে দ🅺্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছে বিজেপি। পশ্চিমবঙ্গের ২টি রাজনৈতিক অক্ষের মধ্যে একটি এখন বিজেপি। রাজ্য রাজনীতিতে মতাদর্শগত আমূল পরিবর্তন ঘটাতে পেরেছে আমরা।’
অমিত মালব্যর দাবি, ‘২০১৬ সালে বিধানসভ🦋া নির্বাচনে বিজেপি ৩টি আসন জিতেছিল। তার পর রাজ্যে অনেকটা পথ পেরিয়েছে দল। আমাদের এখন প্রতিটি বুথে কর্মী রয়েছে। নির্বাচনের ফল বিশ্লেষণের পর ভুলত্রুটি শুধরে আমরা নতুন করে এগোবো।’
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ ছেড়ে যাবে🔜 না বিজেপি। ভবিষ্যতে রাজ্য জয় করতে আরও শক্তি প্রয়োগ করবে তারা। বহু আসনে আমরা খুব অ⛄ল্প ব্যবধানে হেরেছি। তার চুলচেরা কারণ বিশ্লেষণ করবে দল’।