মানুষকে এতদিন ভোট দিতে দেয়নি তৃণমূল। তারই ক্ষোভের বহিঃপ্রকাশ। তৃতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের আক্রান্ত হওয়ার ঘটনায় এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। মঙ্গলবার আরামবাগের আরান্ডি গ্র🔯ামে বাঁশ নিয়ে সুজাতাকে তাড়া করেন স্থানীয়রা। মাঠের ওপর দিয়ে কোনওক্রমে পালিয়ে বাঁচেন সুজাতা।
এই নিয়ে সৌমিত্রবাবুকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বছরের পর বছর স্থানীয় মানুষকে ভোট দিতে দেয়নি তৃণমূল। পঞ্চায়েত নির্বাচন♒ের নামে প্রহসন হয়েছে। গত লোকসভা নির্বাচনে কিছু জায়গায় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা গিয়েছিল। সেখানে বিজেপি জিতেছে। লোকসভা নির্বাচনে আরামবাগে মানুষ বিজেপির পক্ষেই ভোট দিয়েছিল। দিনের পর দি🉐ন ভোট দিতে না পেরে মানুষের মনে সঞ্চিত ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। তৃণমূলের অত্যাচারের জবাব দিচ্ছে সাধারণ মানুষ’।
মঙ্গলবার আরামবাগের আরান্ডি গ্রামে ভোটগ্রহণ পর্যবেক্ষণে গেলে সুজাতা মণ্ডল খাঁকে বাঁশ নিয়ে তাড়🌳া করেন স্থানীয়রা। সুজাতার দাবি, ওই গ্রামে আমাদের ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছিল না। আমি তাদের ভোটদানের ব্যবস্থা করতে গেলে হামলা হয়। বাঁশের বাড়ি পড়ে সুজাতাদেবীর এজেন্টের মাথায়।
ওদিকে গ্রামব💝াসীদের দাবি, গ্রামে ঢুকে এক নববধূর হেঁশেলে তাণ্ডব চালান সুজাতা। তাঁকে নিগ্রহ করেন। এর জেরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা।