তাঁর জয় নিয়ಞে কোনও সংশয় নেই। এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজ তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভোটগণনার সকালে এতটাই প্রত্যয়ী শোনালো রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে।
এদিন ফিরহাদ বলেন, ‘আমি সারা বছর মানুষের কাজ করি। আমার হার-জিত নিয়ে ভাবনা কীসের?&nbs🐼p;তৃণমূল কংগ্রেস একতৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
ফিরহাদ বলেন, ‘এবার যে-ই ক্ষমতায় আসুক তার দায়িত্ব অনেক বেশি। চারিদিকে যে অবস্থা হয়ে রয়েছে তাতে ক্ষমতায় এসেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। এবার ক্ষমতায় ফিরলে দায়িত্ব অনেক বেশি’ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ।
সঙ্গে দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দেন ফিরহাদ। বলেন, ‘দলীয় কর্মীদের বলবো সংযত থাকুন। মানুষের পাশে থাকুন। বিজয়মিছিল করবেন না। এই কয়েকদিনে আমার পরিচিত একের পর এক মানুষ চলে গিয়েছেন। বিজয়মিছি🐬ল করার মতো মানসিক𓃲 অবস্থা নেই।’
কলকাতা বন্দর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। তার সঙ্গ💃ে ট🎉ক্কর সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থীর।