এখন ভোট চলছে। সেকারণ আদর্শ আচরণবিধিও লাগু রয়েছে। তার মধ্যেই এবার জাতীয় সড়কের ওপরে চ💃ালু হয়ে গেল উড়ালপুল! আদর্শ আচরণবিধি লাগু থাকার সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েই এবার সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি।
সব চেয়ে বড় ব্যাপার হল, আগামী ১৭ এপ্রিল যেখানে ভোট হবে, সেখানে কীভাবে এই উড়ালপুল চালু হল, তা নিয়েই এখন প্রশাসন ও নির্বাচন কমিশনের আধিকারিকদের মধ্যে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থল উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মোহিতনগর এলাকা। সেখানেই✃ শুক্রবার ৩১ নম্বর জাতীয় সড়কের ওপরে উড়ালপুল চালু করে দেওয়া হয়েছে। আর তা নিয়েই বিতর্কের দানা বেঁধেছে।
তবে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, উ♕ড়ালপুলের উদ্বোধন হয়নি। এদিন পরীক্ষামূলক ভাবে কিছু যানবাহন ওই উড়ালপুল দিয়ে চালানো হয়েছে। যদিও তৃণমূল, বাম ও কংগ্রেস তা মানতে নারাজ। তাঁরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে।
৩১ নম্বর জাতীয় সড়ক জলপাইগুড়ির মোহিতনগর এলাকা দিয়ে গিয়েছে। মোহিতনগর এলাকায় জাতীয় সড়কের ওপরেই রয়েছে রেলের লেভেল ক্রসিং। অহরহ ওই লাইন দিয়ে ট্রেন যাতায়াতের ফলে রেলগেট দিনের অধিকাংশ সময় বন্ধ হয়েই থাকত। ফলে, নিত্যদিন এই এলাকায় যানযট লেগে থাকত। আর তার জেরে নিত্যদিন ভোগান্তিতে পড়তে হত এলাকাবাসীদের। এই সমস্যার কথাই সংসদে তুলে ধরেছিলেন পূর্বতন জলপাইগুড়ির সাংসদেরা। কিন্তু সমস্যার কোনও সমাধান হয়নি। গত কয়েকবছর আগে শুরু হয় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। দুই লেনের সড়ককে ফোর লেন করা হয়। তখন থেকেই শুরু 🌸হয় প্রায় দেড় কিলোমিটার লম্বা এই মোহিতনগর উড়ালপুলের কাজ। সেই সেতু নির্মাণের শেষ হওয়ার পরেই এদিন বিকেলে তা উদ্বোধন করে দিয়ে চালুও করে দেওয়া হল।
এতে এলাকাবাসীরা খুশি হলেও কার্যত নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। যেহেতু এখ☂ন রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে, তাই এই ধরনের কোনও প্রকল্প উদ্বোধনই করা যায় না। কারণ, এই প্রকল্পের মাধ্যমে নির্বাচনে নির্দিষ্ট কোনও রাজনৈতিক দল সুবিধা পেয়ে যেতে পারে। আর এই অভিযোগই এখন উঠছে মোদী সরকার তথা বিজেপির বিরুদ্ধে।
মোহিতনগরে দীর্ঘদিন ধরে চলে আসা যানজটের সমস্যা হাত থেকে মুক্তি পেলেন এলাকাবাসীরা। এলাকার বাসিন্দা সুমন ঘোষ বলেন, ‘দীর্ঘ ১০০ বছরের জ্বালা যন্ত্রণার অবসান ঘটিয়ে যানজট সমস্যার সমাধান হল। এলাকার বাসিন্দা ও পুলিশ প্রশাসন খুশি।’ এদিন▨ জলপাইগুড়ি সদর ট্রাফিক ওসি কৃষ্ণাকুমার তামাং ফ্ল্যাগ নাড়িয়ে উড়ালপুলের যাত্রার সূচনা করে বলেন, ‘আপাতত দুই লেনের যাতায়াত শুরু হল। রেলগেটের যানযট সমস্যার সমাধান হয়েছে। এবার ধীরে ধীরে পুরো লেন খুলে যাবে।’ তবে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, উড়ালপুলের উদ্বোধন হয়নি। এদিন পরীক্ষামূলক ভাবে কিছু যানবাহন ওই উড়ালপুল দিয়ে চালানো হয়েছে। যদিও তৃণমূল, বাম ও কংগ্রেস তা মানতে ন💜ারাজ। তাঁরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে।