তেলাঙ্গানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার মধ্যেই লꦦাইট টাওয়ারে উঠে পড়লেন𒈔 এক মহিলা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তিনি তরতরিয়ে লাইট টাওয়ারে উঠে পড়েন। সেই ঘটনায় রীতিমতো আতঙ্কিত পড়েন প্রধানমন্ত্রী। ওই মহিলা যাতে লাইট টাওয়ার থেকে নেমে আসেন, সেজন্য রীতিমতো কাকুতি-মিনতি করতে থাকেন তিনি। প্রাথমিকভাবে তাঁর কথা শোনেননি ওই মহিলা। শেষপর্যন্ত মোদীর আর্জিতে তিনি নেমে আসেন। তা দেখে হাঁফ ছেড়েন মোদী। ওই মহিলার উদ্দেশ্যে তিনি বলেন, ‘থ্যাঙ্ক ইউ বেটা।’
শনিবার সন্ধ্যার দিকে তেলাঙ্গানার সেকেন্দ্রাবাদে সেই ঘটনা ঘটেছে। তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য সেকেন্দ্রাবাদে জনসভা ভাষণ দিচ্ছিলেন মোদী। জনসভার শেষের দিকে তরতরিয়ে লাইট টাওয়ারে উঠতে শুরু করেন এক মহিলা। তাঁর বয়স সম্ভবত কুড়ির কোঠায় হবে। সেই বিষয়টি মোদীর নজরে পড়তেই তিনি আতঙ্কিত হয়ে প💧ড়েন। ওই মহিলা যাতে ন🍎েমে আসেন, সেজন্য কাকুতি-মিনতি করতে থাকেন।
আরও পড়ুন: PM Narendra Modi-Grammy: গ্র্যামির মঞ্চেও মোদী ম্যাজিক! প্রধানমন্ত্রীর লেখা ♐গান সামিল সেরার🦂 দৌড়ে
হিন্দিতে মোদী বলতে থাকেন, 'বেটা, তুমি নীচে চলে এস। বেটা, তুমি নীচে চলে এস। বেটা, তুমি নীচে চলে এস। দেখ বেটা, এই ঠিক হচ্ছে না। বেটা, এটার তার খারাপ। আমি তোমার সঙ্গে আছি বেটা। প্লিজ। তুমি নীচে এস বেটা। তুমি নীচে এস বেটা। দেখ, এই তারের অবস্থা এমনিতেও ভালো নয়। প্লিজ বেটা, নীচে এস। আমি তোমার কথা শুনব। বসে পড় বেটা। শর্ট সার্কিট হতে পারে। বেটা, তুমি নীচে চলে এস। বে🍬টা, এটা ঠিক নয়। এরকম করা উচিত নয়। এরকম করলে লাভ হবে না। তোমাদের জন্য এখানে এসেছি আমি🅰। তুমি কৃষ্ণাজি'র (যিনি তেলুুগুতে মোদীর ভাষণ অনুবাদ করছিলেন) কথা শোনো।'
তবে প্রাথমিকভাবে মোদীর কথা শুনছিলেন না ওই মহিলা। তরতরিয়ে লাইট টাওয়ার বেয়ে✅ উপরে উঠতে থাকেন। একেবারে উপরে উঠে যান। পরে মোদীর অনুরোধ শুনে নীচে নেমে আসতে𒅌 থাকেন ওই মহিলা। যা দেখে মোদীর চোখেমুখে স্বস্তি ধরা পড়ে। তিনি বলতে থাকেন, ‘থ্যাঙ্ক ইউ বেটা।’