১৯৯৭ সালে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল 'বর্ডার'। ভারতীয় যুদ্ধের ছবির পরিভাষাই পাল্টে দিয়েছিল এই ছবি। ছবির প্রধান ভূমিকায় দেখা গেছিল সানি দেওল, সুনীল শেট্টি, অক্ষয় খান্না, জ্যাকি শ্রফের মতো তাবড় তাবড় বলি-নায়কদের। সে বছরের অন্যতম সেরা ছবির তালিকায় একেবারে ওপরের দিকে জায়গা করে নিয়েছিল 'বর্ডার'। এবং এতটাই সুপারহিট হয়েছিল যে এরপর আরও ছবি তৈরি করলেও 'বর্ডার'-এর ছায়া থেকে বেরোতে পারেনন♔ি পরিচালক জে পি দত্ত।
তবে এই ছবিতে আসমুদ্রহিমাচল ভারত মোজলেও একটুও খুশি হতে পার♕েননি ছবির পরিচালক! নিজেই জানিয়েছিলেন তাঁর তৈরি এত সাফল্য পাওয়ায় একধারে সর্বনাশ হয়েছে তাঁর। এক সাক্ষাৎকারে জে পি দত্ত জানিয়েছিলেন 'বর্ডার'-এর পরেও আরও নানান ছবি তিনি পরিচালনা করেছেন। কিন্তু সে ছবি এতটাই জনমানসে প্রভাব বিস্তার করেছিল যে পরের ছবিগুলো আর তেমন পাত্তাই পায়নি দর্শকের কাছে।
তাঁর আক্ষেপ 'বর্ডার' এর পরে 'এল ও সি: কার্গিল' খুব খেটে তৈরি করলেও বক্স অফিসে সে ছবির ভরাডুবি হয়েছিল। অথচ 'এল ও সি: কার্গিল' -এর চিত্রনাট্য লিখতে যে পরিমাণ গবেষণা তিনি করেছিলেন, ততটা 'বর্ডার'-এর জন্যও করেননি তিনি। এই ছবির স্টারকাস্টও ছিল চোখধাঁধানো। অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, সইফ আলি খান-এর মতো দারুণ সব প্রথম সারির নায়করা ছিলেন। অথচ...জে পি দত্তের আক্ষেপ স্রেফ 'বর্ডার' এর জন্যই তাঁকে মনে রেখেছে দর্শক। আজও কোথাও গেলে তাঁকে ঘিরে ওঠে শুধু ওই 'বর্ডার...বর🍌্ডার..বর্ডার' গুঞ্জন।